উত্তর ২৪ পরগনা : বিতর্ক পিছু ছাড়ছে না উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার। প্রথমে বিতর্ক দানা বাঁধে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার (এনপিআর)-নির্দেশিকা ঘিরে।অস্বস্তির মুখে আধিকারিকদের ঘাড়ে দায় ঠেলে তড়িঘড়ি তা তুলেও নেওয়া হয়।
কিন্তু, ক-দিন যেতে না যেতেই ফের বিতর্ক। এবার একটি হোর্ডিং ঘিরে। কামারহাটি পুরসভার গেটে ঝোলানো এই হোর্ডিংয়ে লেখা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর সংক্রান্ত সমস্ত কাজকর্ম আপাতত স্থগিত রইল।
কিন্তু, কেন স্থগিত শব্দটি লেখা হল?
তাহলে কি পরে আবার তা চালুর পরিকল্পনা রয়েছে? প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়ের অভিযোগ, রাজ্য সরকার এনপিআরকে সমর্থন করে। সেজন্য স্থগিত লিখেছে। নইলে তো বাতিল লিখতে পারত। ভিতরে ভিতরে কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে। একইসঙ্গে তিনি বলেছেন, কিন্তু মনে রাখুন আমরা এনপিআর হতে দেব না।।
বিরোধীদের বিরুদ্ধে অযথা বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন কামারহাটির পুরপ্রধান
গোপাল সাহা। তিনি বলেছেন,বিরোধীরা অপপ্রচার করছে। বিভ্রান্তি ছড়াচ্ছে। সেজন্যই এই উদ্যোগ।
এনপিআর-নির্দেশিকা তুলে নেওয়ার কথা বললেও কামারহাটি পুরসভার নতুন হোর্ডিংয়ে ‘স্থগিত’ শব্দ ঘিরে বিতর্ক
ABP Ananda web desk
Updated at:
15 Jan 2020 07:14 PM (IST)
বিতর্ক পিছু ছাড়ছে না উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার। প্রথমে বিতর্ক দানা বাঁধে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার (এনপিআর)-নির্দেশিকা ঘিরে।অস্বস্তির মুখে আধিকারিকদের ঘাড়ে দায় ঠেলে তড়িঘড়ি তা তুলেও নেওয়া হয়।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -