বোলপুর: এবার শ্যুটিং-বিতর্কের জেরে শিরোনামে এল রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়!


গত কয়েক দিন ধরে ‘উপাসনা গৃহে’ একটি বাংলা সিনেমার শ্যুটিং চলছে। যে ছবির একটি চরিত্রে অভিনয় করছেন কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এই ছবির শ্যুটিং ঘিরেই তীব্র অসন্তোষ জানিয়েছেন আশ্রমিক ও প্রাক্তনীদের একাংশ। তাঁদের অভিযোগ, উপাসনা গৃহের মধ্যে বাণিজ্যিক ছবির শ্যুটিং হওয়ায় বিশ্বভারতীর পবিত্রতা ও ঐতিহ্য নষ্ট হচ্ছে। ব্যাহত হচ্ছে পঠনপাঠনও। উপাচার্য অবশ্য এই শ্যুটিংয়ের পিছনে কোনও অন্যায় দেখছেন না!

১৮৯২ সালে উপাসনা গৃহ বা ব্রাহ্ম মন্দিরের উদ্বোধন হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তখন থেকেই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রতি বুধবার সকালে উপাসনা চলে আসছে। এ হেন ঐতিহ্যমণ্ডিত জায়গায় শ্যুটিং হচ্ছে শুনে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুজিত বসুও বিস্মিত। তিনি বলেছেন, ‘এই ঘটনার কথা জেনে ভাল লাগছে না। আগে কখনও এরকম হয়নি।’

বিশ্বভারতী একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। উপাসনা গৃহে যে ছবির শ্যুটিং হচ্ছে, তার অন্যতম অভিনেতা কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়! নানা মহলে প্রশ্ন উঠছে, সেই কারণেই কি প্রথা ভেঙে শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে?