শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের দেওয়া অ্যাম্বুল্যান্স নিয়ে বিতর্ক। আঞ্চলিক পরিবহণ অফিস সূত্রে খবর, ওই অ্যাম্বুল্যান্সের কোনও নথিই ঠিক নেই। এনিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। রাজ্যের শাসক দলের দাবি, মানুষকে বোকা বানানোর চেষ্টা। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, সব কাগজপত্রই ঠিকঠাক রয়েছে।
৪ জুন ঘটা করে কোভিড রোগীদের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। একটি পুরনো অ্যাম্বুল্যান্সকে মেরামত করে চালু করা হয়। কিন্তু, সপ্তাহ কাটতে না কাটতে, এনিয়ে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, যে অ্যাম্বুল্যান্সটি কোভিড রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে, তার কোনও বৈধ কাগজপত্র নেই!
কোচবিহারের RTO অর্থাৎ, আঞ্চলিক পরিবহণ অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, WB 63A 5264-এই নম্বরের অ্যাম্বুল্যান্সটির ২০১৯-এর ১২ নভেম্বর পর্যন্ত ফিটনেস ও রেজিস্ট্রেশন করা আছে। গত বছরের সেপ্টেম্বর থেকে বাকি রয়েছে রোড ট্যাক্স। এমনকী গত বছরের সেপ্টেম্বরের পর নবীকরণ হয়নি বিমার।
আর এই সব বিষয় সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি সাংসদের ভূমিকার কড়া সমালোচনা করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের কোচবিহারের সভাপতি পার্থপ্রতিম রায় বলেছেন, 'নিশীথ ভণ্ডামি করছেন, পুরনো অ্যাম্বুল্যান্সে নিজের ছবি দিয়েছে, মানুষকে বোকা বানাচ্ছে, আগেও ছিল না, এখনও নেই।'
এই বিষয়ে নিশীথ প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করা না গেলেও বিজেপির পাল্টা দাবি, এনিয়ে অহেতুক রাজনীতি করছে শাসক শিবির। কোচবিহারের বিজেপি সম্পাদক রাজু রায় বলেছেন, 'সব কাগজ ঠিক আছে, সাংসদ অ্যাম্বুল্যান্স।' সব মিলিয়ে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত থাকা কোচবিহারে এবার অ্যাম্বুল্যান্স নিয়েও শোরগোল পড়ে গিয়েছে।
কোচবিহারের বিজেপি সাংসদ গত বিধানসভা নির্বাচনে লড়েন দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে হারিয়ে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই জেতেন। কিন্তু তারপরও তিনি সাংসদ পদ না ছেড়ে বিধায়ক পদে ইস্তফা দেন, যা নিয়েও কিছুদিন আগে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। এবার তাঁকে ঘিরে অ্যাম্বুলেন্স বিতর্ক।