কলকাতা: দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ। সেইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৭১ জনের। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০ জনের।


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৩৪৩ জনের।  মোট আক্রান্ত ১ কোটি ১ লক্ষ ৬৯ হাজার ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৩৬। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজার ৬৮। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯৭ লক্ষ ৪০ হাজার ১০৮ জন। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ২৭৪ জন সুস্থ হয়েছেন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২৪ হাজার ৬৬১। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৫ দশমিক ৭৮ শতাংশ।

সংক্রমণের ভয় এড়িয়েই বড়দিনে রাস্তায় নেমেছেন মানুষ। তবে মানুষ যে ক্রমে সতর্ক হচ্ছেন, ধীরে ধীরে সংক্রমিতের সংখ্যা হ্রাস পাওয়াতেই সেই বিষয়টি পরিষ্কার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৫৪১ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। মৃত্যু হয়েছে ৩১ জনের। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯,৫৩৬-এ। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫,২০,৪৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১,৯৫৪ জন।

শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩.৮৪ শতাংশে। বৃহস্পতিবার তা ছিল ৩.৯৮ শতাংশ। প্রতি দিন যে সংখ্যক কোভিড টেস্ট করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। বৃহস্পতিবার রাজ্যে ৪০ হাজার ৮৯ জনের মধ্যে ১,১৫৪১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।