মুর্শিদাবাদ: সৌদি আরব থেকে ফিরে হাসপাতালে মৃত্যু। রবিবার চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হল। শনিবার করোনা সন্দেহে ওই যুবককে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আজ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর, জ্বর, শ্বাসকষ্ট ও রক্তে উচ্চ শর্করার সমস্যা নিয়ে ভর্তি হন ওই যুবক।


বিদেশ থেকে ফেরায় আইসোলেশন ওয়ার্ডেই ভর্তি তাঁকে করা হয়। আজ নমুনা পাঠানো হয় বেলেঘাটার নাইসেডে। চিকিৎসকরা এখনও পরীক্ষার রিপোর্ট হাতে পাননি। তারই আগে মৃত্যু হল মুর্শিদাবাদের যুবকের।


প্রসঙ্গত, আজই নোভেল করোনা সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে আরও একজন ভর্তি হয়েছে। আজই সৌদি আরব থেকে কলকাতা বিমানবন্দরে নামেন মুর্শিদাবাদের বাসিন্দা এক যুবক। বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের পর তাঁকে বেলেঘাটা আইডি-তে পাঠানো হয়। এনিয়ে করোনা সন্দেহে আইডি হাসপাতালে ভর্তি ২।


উল্লেখ্য, সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে রাজ্য। রাজ্যের ৫ হাসপাতালে প্রশিক্ষণ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর মেডিক্যালে প্রশিক্ষণ হবে বলে জানা যাচ্ছে। আর জি কর মেডিক্যালেও হবে নমুনা সংগ্রহের প্রশিক্ষণ।


এদিকে সরকারি হাসপাতালের ছাড়াও বেসরকারি হাসপাতালগুলিতেও আইসোলেশন ওয়ার্ড তৈরির নির্দেশ স্বাস্থ্য দফতরের। নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালে তৈরি করতে হবে আইসোলেশন কেবিন। জায়গা কম থাকলে, তৈরি করতে হবে আইসোলেশন ওয়ার্ড। প্রস্তুত রাখতে হবে ভেন্টিলেটরের সুবিধাযুক্ত আইসিইউ। করোনা আক্রান্তদের জন্য প্রস্তুত রাখতে হবে চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের বিশেষ দলকে। কোনওভাবে তাঁরা যাতে সংক্রমণের শিকার না হন, তার জন্য ওই সমস্ত চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই আমরি, আর এন টেগোর, মেডিকা, ফর্টিস, সিএমআরআই ও বি এম বিড়লা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে ফেলা হয়েছে। দোলের পর অ্যাপোলো ও বেলভিউতে চালু হবে আইসোলেশন ওয়ার্ড। পিয়ারলেস ও রুবি জেনারেল হাসপাতালে এখনও আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়নি।