সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যের দাবি মতো চলতি মাসেও আসছে না কেন্দ্রের ভ্যাকসিন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অগাস্টে বাংলায় ৬৪ লক্ষ ১ হাজার ৪২০ ডোজ কোভিশিল্ড পাঠাবে কেন্দ্র। মোট ১৩ দফায় এই ভ্যাকসিন আসবে বলে সূত্রের খবর। টিকা প্রাপ্তির তালিকায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারের পর চতুর্থ স্থানে বাংলা। সর্বোচ্চ প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভ্যাকসিন পাচ্ছে উত্তরপ্রদেশ।


আর কিছু না, শুধু একটা কোভিড ভ্যাকসিনের ডোজ চাই। তার জন্য রাজ্যে কোথাও বেঁধে যাচ্ছে হাতাহাতি, কোথাও আবার হয়েছে অবরোধও। কেউ আবার বসেছেন ধর্নায়। সব মিলিয়ে রাজ্যজুড়ে ভ্যাকসিনের হাহাকার চলছেই।  এই সঙ্কটকালীন পরিস্থিতিতেও রাজ্যের দাবি মতো চলতি মাসেও আসছে না কেন্দ্রের ভ্যাকসিন। সূত্রের খবর, চলতি মাসে মহারাষ্ট্র পাচ্ছে ৮১ লক্ষ ২৭ হাজার ৭৯০ ভ্যাকসিন। বিহার পাচ্ছে ৬৪ লক্ষ ৭৪ লক্ষ ৪৬০ ডোজ ভ্যাকসিন। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। কেন্দ্র  জানিয়েছে, সারা দেশে ৯ কোটি ৮৪ লক্ষ ভ্যাকসিন সরবরাহ করা হবে চলতি মাসে। সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া কেন্দ্রকে জানিয়েছে, ৬৪ লক্ষ ১ হাজার ৪২০ ডোজ কোভিশিল্ড পাঠানো হবে পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি আরও ৫১ লক্ষ ৬৩ হাজার ৪০০ ভ্যাকসিন আসছে রাজ্য। তবে তা রাজ্যের জন্য বলে জানা গিয়েছে।


বিমাতৃসুলভ আচরণ,পর্যাপ্ত ভ্যাকসিন না দেওয়া, অনিয়মিত ভ্যাকসিন পাঠানো,কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কোভিড-ভ্যাকসিনেশন নিয়ে এরকম নানা অভিযোগ তুলেছে তৃণমূল। দিল্লি সফরে গিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বাংলায় আরও ভ্যাকসিন পাঠানোর দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল সাংসদ মালা রায় সংসদে জানতে চেয়েছিলেন, ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোন রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলে কত করোনার ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র? এর উত্তরে, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার রাজ্যভিত্তিক কত ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেই পরিসংখ্যান তুলে ধরেন। কেন্দ্রের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, বাংলার থেকে বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫টি রাজ্যকে। তার মধ্যে রয়েছে বিজেপি শাসিত ৩ রাজ্য। গুজরাত, কর্ণাটক ও উত্তরপ্রদেশ।