সোমনাথ দাস, ঘাটাল: শিলাবতীর জলে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। নদীর পাড়ে মহকুমা শাসকের কার্যালয়ের পাঁচিল ভেঙে হু-হু করে জল ঢুকছে শহরে। চন্দ্রকোণা-ঘাটাল রাজ্য সড়কে যান চলাচল বন্ধ। জল থইথই মহকুমা শাসকের কার্যালয়। একাধিক স্কুলে জল ঢুকে গিয়েছে। বেশ কয়েক জায়গায় শিলাবতীর বাঁধ মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। তবে জল বাড়ায় কতটা কাজ হবে তা নিয়ে সংশয়ে জেলা পরিষদ। প্রশাসনের তরফে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, ঘাটাল সংশোধনাগারে জল ঢুকে যাওয়ায় ৬১ জন বন্দিকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর সংশোধনাগারে।


দাসপুর এলাকার জল কিছুটা কমলেও এখনও দুর্ভোগে সাধারণ মানুষ। দাসপুরের দিক থেকে ঘাটালের দিকে জলের স্রোত। যার জেরে জলমগ্ন ঘাটাল মহকুমা অঞ্চল। কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে ঘাটাল শহর। অভিযোগ মিলছে না পর্যাপ্ত পানীয় জলও। জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি বলেন, “ আমরা পরিদর্শন করছি। মানুষকে জল যন্ত্রণার হাত থেকে মুক্তি দেওয়ার সবরকম চেষ্টা করা হচ্ছে। তবে কতটা সম্ভব হবে সেটা এখনই বলা যাচ্ছে না। প্রত্যেকের জন্য খাবার এবং ত্রাণ শিবির এর ব্যবস্থা করা হয়েছে। যাতে কারও কোনও অসুবিধা না হয় সেদিকে আমরা নজর রাখছি। এদিকে টানা বৃষ্টির জেরে মেদিনীপুর সদর ব্লকের বিশ্রিপাট এলাকায় ভেঙে পড়ল তৃণমূলের পার্টি অফিস। এর আগে জলের তোড়ে ভেঙে পড়ে কয়েকটি বাড়িও।


এদিকে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় পাঁশকুড়ায় বিপদসীমার কাছাকাছি কংসাবতীর জল। বেশ কয়েকটি জায়গায় নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। পাঁশকুড়া পুর-এলাকায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই কয়েকটি এলাকায় জল ঢুকতে শুরু করেছে। যুদ্ধকালীন তত্পরতায় কংসাবতীর বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর। ডিভিসির ছাড়া জলে ভাসল হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা। উদয়নারায়ণপুরের হরিহরপুর, টোকাপুর শিবানীপুর, হোদোল, কুরচি- এই ৫টি জায়গায় বাঁধ ভেঙে দামোদরের জল ঢুকছে গ্রামে। উদয়নারায়ণপুর-তারকেশ্বর রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল। এর ফলে হাওড়া ও হুগলির মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জলমগ্ন উদয়নারায়ণপুর হাসপাতাল ও কলেজ। আমতা ও উদয়নারায়ণপুরে উদ্ধারকাজে নেমেছে NDRF ও বিপর্যয় মোকাবিলা দল।