মালদা: একদিনে ১৬ জনের করোনা, উত্তর দিনাজপুরের ডালখোলায় ১৪দিন লকডাউন। ১৪দিন ডালখোলায় পুরোপুরি লকডাউন জারি থাকবে।জাতীয় সড়ক, অত্যাবশ্যকীয় পণ্য, সরকারি অফিসে ছাড়। ৮-২১ জুলাই লকডাউন ঘোষণা ডালখোলা পুরসভার।
অন্যদকে, মালদার ৩ জায়গায় ৭ দিনের জন্য ফের লকডাউন।ইংরেজবাজার, কালিয়াচক, পুরাতন মালদায় লকডাউন।কাল থেকে আগামী ৭দিনের জন্য ৩ জায়গায় লকডাউন।
উল্লেখ্য, করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে লকডাউন ঘোষিত হয়েছিল। এখন দ্বিতীয় আনলক পর্ব চলছে। এই পর্বে লকডাউনের বিভিন্ন বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করা হচ্ছে। এরইমধ্যে করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে উত্তর দিনাজপুরের ডালখোলা ও মালদায় তিন জায়গায় ফের লকডাউনের ঘোষণা হল।
উত্তর দিনাজপুরের ডালখোলায় ১৪ দিন, মালদার তিন জায়গায় ৭ দিন লকডাউন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2020 07:44 PM (IST)
একদিনে ১৬ জনের করোনা, উত্তর দিনাজপুরের ডালখোলায় ১৪দিন লকডাউন
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -