কুলতলি: ত্রিপল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূল এসইউসি সংঘর্ষ, মৃত ২! দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে এসইউসি কর্মীকে খুনের ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। ওই কর্মীকে খুন করা হয়েছে এই অভিযোগে কুলতলিতে আজ ১২ ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে। ঘটনায় ধৃত তৃণমূল নেতা।


সকাল থেকেই এলাকা হয়ে রয়েছে থমথমে। তবে বেশ কিছু দোকানপাট খুলেছে। রাস্তায় যান চলাচল করছে। সকাল থেকে বৃষ্টি হওয়ায় রাস্তায় লোকজন কম।

গত শনিবার রাস্তা তৈরির কাজ চলাকালীন ত্রিপল নেওয়াকে কেন্দ্র করে মৈপীঠে যুব তৃণমূল ও এসইউসি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। শনিবার মৃত্যু হয় এক যুব তৃণমূল কর্মীর। এরপরই ওই এলাকায় এক এসইউসি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তৃণমূলের বিরুদ্ধে ওই এসইউসি কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদেই আজ ১২ ঘণ্টা কুলতলি বনধের ডাক দিয়েছে এসইউসি। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছিল যে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বনধ প্রত্যাখান করবেন।