কলকাতা: রাজ্যে করোনা মোকাবিলায় সরকারি পরিকাঠামোয় এবার বেসরকারি উদ্যোগ। করোনা চিকিত্সার জন্য গড়া হবে স্যাটেলাইট সেন্টার। গতকাল এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্য সরকারের তরফে চাওয়া হয়েছে আগ্রহপত্র। চুক্তির মেয়াদ তিন মাস পর্যন্ত কার্যকর থাকবে। চুক্তির মেয়াদ সর্বোচ্চ ১ বছর। এ ক্ষেত্রে কর্মী নিয়োগ, পরিকাঠামোয় বিনিয়োগ করবে বেসরকারি সংস্থা। গোটা বিষয়টির নজরদারির দায়িত্ব রাজ্য সরকারের।


রাজ্য করোনার প্রকোপ বাড়ছে রোজই। ভোটের মরশুমে রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ হয়েছে। শনিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৭, ৫১২। রবিবারের রিপোর্ট অনুযায়ী, সংক্রমণের কবলে পড়েছেন  ১৭, ৫১৫ জন। বৃদ্ধির হার সামান্যই। সবচেয়ে বেশি আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৯২ জন।


২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৪১৭ জনের। মোট করোনায় আক্রান্ত  ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ২৯ হাজার ৩০০৩ জন। মৃত্যু সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার ৯৫৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২।