কলকাতা : করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য ব্লু প্রিন্ট তৈরি করে ফেললেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম । আজ আলিপুর এর উত্তীর্ণ ভবনে তিনি বৈঠক করেন তাঁর দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে । ওই বৈঠকে উপস্থিত ছিলেন চিকিৎসক শান্তনু সেন, চিকিৎসক অভিজিৎ চৌধুরী প্রমুখ ।


সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যে তৈরি করা হবে  বেশকিছু  সেফ হোম ও কোয়ারেন্টিন সেন্টার। আলিপুরে উত্তীর্ণ ভবনেই ৪00 শয্যার সেফহোম তৈরি হবে । এছাড়াও আনন্দপুরে ৭00 শয্যার, গীতাঞ্জলি স্টেডিয়ামে ২00 বেডের সেফ হোম তৈরি করার পরিকল্পনা করছেন। রাজ্য সরকার আরও বেশকিছু সেফ হোম তৈরির পরিকল্পনা আছে, জানালেন ফিরহাদ হাকিম । তিনি আরও বলেন, বাইরে দশটি করে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকবে ।


 


ফিরহাদ জানালেন,  প্রথমে রোগীকে আনা হবে সেফ হোমে। তাঁর অবস্থা খারাপ থাকলে তারপর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে । হাসপাতালে সুস্থ বোধ করলে তাঁকে যদি অবজারভেশনে রাখতে হয় তাহলে আবার তাঁকে সেফ হোমে নিয়ে আসা হবে । সাথে সাথে তিনি মাস্ক পরার ব্যাপারে সকলকে সতর্ক করলেন। 


 


এদিন ফিরহাদ বলেন, '' মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ না । আমাদের করোনার বিরুদ্ধে  লড়াই শুরু হয়ে গেল । '' বলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি জানালেন আজ থেকে তাঁর নিজের কেন্দ্রে প্রচারের কথা ছিল কিন্তু মুখ্যমন্ত্রীর আদেশ শিরোধার্য । তাঁর কথামতো করোনার লড়াইয়ে তিনি নেমে পড়েছেন ।


আজ থেকেই পৌর মন্ত্রী হিসেবে ফিরহাদ ঘুরে দেখবেন বিভিন্ন মিউনিসিপাল এরিয়া  ।


 


অন্যদিকে, রাজ্য সরকার করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিচ্ছে বলে টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার একটি ট্যুইটে তিনি লেখেন, ' ভারতে করোনা সংক্রমনের বৃদ্ধির মধ্যে পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করেছে । আমি প্রধানমন্ত্রীকে  আরও ওষুধ দিয়ে সাহায্য করার আবেদন জানিয়েছি । '



এছাড়া আরও একটি ট্যুইটে তিনি লেখেন, ' পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে প্রতিটি স্তরে মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমি সব শীর্ষ আধিকারিকদের আবেদন জানিয়েছি। '