কলকাতা: মাস্ক পরা বাধ্যতামূলক রাজ্য করলেও, কলকাতার একাধিক বাজারে কার্যত নিয়ম ভাঙার প্রতিযোগিতা। মানিকতলা, খান্না বা উল্টোডাঙা বাজারে ক্রেতা ও বিক্রেতাদের একটা বড় অংশই মাস্ক ঠিকমতো পরেননি। মাস্ক না পরায় সাঁকরাইলে গ্রেফতার কুড়িজন। কোভিডবিধি প্রয়োগে লাঠি হাতে রাস্তায় নামলেন ভাঙড় ২ ব্লকের বিডিও।


করোনা মহামারীর বাড়বাড়ন্ত ঠেকাতে মাত্র ২৪ ঘণ্টা আগেই মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে রাজ্য সরকার। মাস্ক না পরলে বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপের হুঁশিয়ারিও রয়েছে। কিন্তু থোরাই তাতে কেয়ার! 


দেশ জুড়ে করোনা নিয়ে যখন ত্রাহি ত্রাহি রব উঠেছে, যখন দৈনিক আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। 


দেশের বিভিন্ন প্রান্তে যখন দেখা যাচ্ছে সারি সারি চিতার ছবি। যখন স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। তখন সাধারণ মানুষের সচেতনতার এই ছবি ধরা পড়ল কলকাতা ও জেলার একাধিক জায়গায়। 


করোনা সচেতনতায় লাঠি হাতে বাজারে বাজারে ঘুরলেন সরকারি আধিকারিক। রবিবার এই ছবি দেখা যায় ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজারে। 


কাশীপুর থানার ওসিকে সঙ্গে নিয়ে লাঠি হাতে অভিযান চালান ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও। সঙ্গে ছিলেন স্বাস্থ্য কর্মীরাও। 


পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় মাস্ক, স্যানিটাইজার। মানুষের হুঁশ ফেরাতেই লাঠি হাতে অভিযান, দাবি বিডিও-র। 


এদিন করোনা বিধি ভঙ্গের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ।


রবিবার কার্যত ভিড় ভেঙে পড়ে খান্নার হরি সাহার বাজারে। বেশ কয়েকজন বিক্রেতাকে দেখা যায় মাস্ক ছাড়াই ক্রেতাদের সঙ্গে কথা বলছেন। 


কেউ থুতনি বা কানের দু’পাশে মাস্ক ঝুলিয়ে নিয়মরক্ষা করছেন। কেউ গরমের দোহাই দিচ্ছেন তো কারও আবার অন্য অজুহাত। 
আবার কেউ লাগালেন দৌঁড়। 


খান্না থেকে কিছুটা দূরে উল্টোডাঙার মুচিবাজার। এখনও কার্যত ঠগ বাছতে গাঁ উজাড়ের ব্যবস্থা। 


উত্তর কলকাতার আর এক গুরুত্বপূর্ণ বাজার মানিকতলায় বিক্রেতাদের একাংশের মধ্যেও মাস্ক পরা নিয়ে ডোন্ট কেয়ার ভাব। 


তবে মাস্ক না পরে বেরোনায় হাওড়ার সাঁকরাইলে কড়া পদক্ষেপ করে পুলিশ। গ্রেফতার করা হয় কুড়িজনকে।