কলকাতা: করোনা আক্রান্ত কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় ও তাঁর স্ত্রী কৃষ্ণা রায়। তবে মুকুলের তেমন কোনও শারীরিক সমস্যা নেই। সেই কারণে তিনি বাড়িতেই আছেন। যদিও তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা খুব একটা ভাল না থাকায় একটি নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে।


মুকুলের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। উপসর্গ থাকায় তিনি ও তাঁর স্ত্রী করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরেই হোম আইসোলেশনে আছেন এই বিজেপি বিধায়ক। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু তাঁর স্ত্রীর কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে তাঁকে সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে।


এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-র বাংলা দখল করার লড়াইয়ের অন্যতম সৈনিক ছিলেন মুকুল। দল সাফল্য না পেলেও, নিজে জয় পেয়েছেন তিনি। কৃষ্ণনগর উত্তরে তাঁর প্রধান প্রতিপক্ষ ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তাঁকে হারিয়ে বিধায়ক হয়েছেন মুকুল। যদিও এরপরেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়। গত শুক্রবার বিধানসভায় শপথ গ্রহণ করলেও, এরপর বিজেপি পরিষদীয় দলের বৈঠকে যোগ দেননি তিনি। তখনই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। যদিও পরে বিজেপি-র বৈঠকে যোগ দেন তিনি। শনিবার ট্যুইট করে মুকুল জানান, ‘আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিজেপি-র সৈনিক হিসেবে আমার লড়াই চলবে। আমি সবাইকে জল্পনা-কল্পনায় ইতি টানার অনুরোধ জানাচ্ছি। আমি রাজনৈতিক অবস্থানে অটল।’


এবারই প্রথম বিধায়ক হয়েছেন মুকুল। এর আগে তৃণমূল কংগ্রেসে থাকার সময় তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। ইউপিএ সরকারের আমলে রেলমন্ত্রীও হন তিনি। কিন্তু কোনওদিন বিধায়ক হননি। এবারই বিধানসভা ভোটে জয় পেলেন তিনি। যদিও বিজেপি-র পক্ষ থেকে বিরোধী দলনেতা করা হয়েছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। বিজেপি-র সর্বভারতীয় নেতা হলেও, বিরোধী দলনেতা করা হয়নি মুকুলকে।