সিঙ্গুর : দেশ জুড়ে বাড়ছে করোনা। দ্বিতীয় ঢেউয়ের আঘাত আগের বারের থেকেও বেশি। গতকালই রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন। এতে ভয় বাড়ছে। আবার করোনার বাড়বাড়ন্তের মধ্যে রক্ষাকবচ হিসেবে ভ্যাকসিন নিতেও বাড়ছে হুড়োহুড়ি। এই পরিস্থিতিতে ফের ফিরছে কোভিড নিয়ে আতঙ্ক। ফিরছে গত বছরের স্মৃতি। বেডের আকাল। অক্সিজেনের অপ্রতুলতা। বাড়িতে করোনা রোগীর মৃত দেহ পড়ে থাকার মতো ঘটনা। ২০২০ র স্মৃতি এখনও ম্লান হয়নি। ফের এই বছর ঘটতে শুরু করল এই জাতীয় ঘটনা।
হুগলির সিঙ্গুরে বাকিঁপুর গ্ৰামে ভোলনাথ পাল নামে, বছর ৬৬-র এক ব্যক্তি করোনা আক্রান্ত হন গত ১৭ এপ্রিল। বাড়িতেই চলছিল তাঁর চিকিত্সা। অবস্থার অবনতি হলে হাসপাতালে খবর দেওয়া হয়। অ্যাম্বুলেন্স আসার আগেই তিনি মারা যান বলে জানিয়েছে পরিবার। মঙ্গলবার রাতে ব্যক্তির মৃত্যু হওয়ার পরে স্বাস্থ্য দফতরে খবর দেওয়া হয়।
তারপর পেরিয়ে যায় ১৮ টি ঘণ্টা। বেশ কয়েক ঘণ্টা কাটার পর থেকেই পরিবার ও প্রতিবেশীরা অভিযোগ করা শুরু করেন। কেন, ঘণ্টার পর ঘণ্টা কেটে যাওয়ার পরও মৃতদেহ তুলে নিয়ে যায়নি প্রশাসন, তাই নিয়ে আতঙ্ক ছড়ায় ।
এরপর ১৮ ঘন্টা কেটে যাওয়ার পর মৃতদেহ তুলে যাওয়া হয় প্রশাসনের তরফে । দেহ নিয়ে যেতে এত দেরি কেন, তা জানতে চাওয়ায়, স্বাস্থ্য দফতরের সাফাই, গাড়ি ও কর্মীর অভাবেই এই সমস্যা।
বাংলায় হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজারেরও বেশি মানুষ । বলা যায় ১১ হাজার ছুঁই ছুঁই রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭৮৪ জন । এ রাজ্যে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮৮৯৫৬।