কলকাতা: বেলেঘাটা আইডি-তে বিনা চিকিৎসায় করোনা রোগীর মৃত্যুর অভিযোগ। পরিবারকে না জানিয়ে আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়ার অভিযোগ। 


১৫ এপ্রিল আইডি-তে ভর্তি হন পর্ণশ্রীর বাসিন্দা ৭৭ বছর বয়সী ইলা সরকার। পরিবারের অভিযোগ, তাদের না জানিয়ে রোগীকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়। 


পরিবারের অভিযোগ, ‘জেনারেল বেডে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু হয়েছে।  তাদের আরও দাবি, অক্সিজেন না পেয়ে রোগীর মৃত্যু হয়েছে।


‘অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ সঠিক নয়’, চিকিৎসায় গাফিলতি হয়নি, প্রতিক্রিয়া বেলেঘাটা আইডি-র অধ্যক্ষার। 


অন্যদিকে, চিকিৎসার গাফিলতিতে করোনা আক্রান্ত এক প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়িতে। 


জলপাইগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রঞ্জন মিত্র।


৫৩ বছরের রঞ্জনবাবু গতমাসে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন।


২৮ দিন পর তাঁর করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। 


বুধবার সকালে পরিবারের সদস্যরা জলপাইগুড়ি জেলা করোনা হাসপাতালে গিয়ে দেখেন তাঁর মৃত্যু হয়েছে। 


পরিবারের অভিযোগ, তিন-তিনটি হাসপাতাল ঘুরেও ন্যূনতম চিকিৎসা পরিষেবা পাননি রোগী। শ্বাসকষ্ট থাকা সত্ত্বেও মেলেনি অক্সিজেন। 


সোমবার থেকে জ্বরের উপসর্গ ছিল রঞ্জন মিত্রর। মঙ্গলবার সকালে তাঁকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


অভিযোগ, সেখানে চিকিৎসক তাঁকে দেখতেই চাননি।  পরিবারের দাবি, জ্বর শুনে রোগীকে দেখতেই চাইলেন না বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক। 


জেলার সরকারি হাসপাতালে যেতেই রেফার করে দেওয়া হল করোনা হাসপাতালে। 


২ ঘণ্টা অপেক্ষা করেও অ্যাম্বুল্যান্স না পেয়ে গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হল রোগীকে। 


শেষ অবধি জেলার সরকারি করোনা হাসপাতালে অক্সিজেন ও চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রোগী।


এদিকে, দেশের পাশাপাশি, রাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার।


চিকিৎসক-নার্স ও স্বাস্থ্য কর্মীদের রোজ আসতে হবে কাজে। রবিবার ও ছুটির দিনেও কাজ করতে হতে পারে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য স্বাস্থ্য দফতর।