কলকাতা: বেলাগাম করোনা। দ্রুত হারে ছড়াচ্ছে দ্বিতীয় দফার সংক্রমণ। তাতে রাশ টানতে আজ, সোমবার থেকে ছয়দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। যদিও সেই পথে হাঁটছে না পশ্চিমবঙ্গ। আজ সাংবাদিক বৈঠকে সেরকমই ইঙ্গিতই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, লকডাউন করলেই কি সব কমে যাবে ? এত লোক কেন বাইরে থেকে এসে বসে থাকবে ?


তিনি বলেন, "এখনই লকডাউন করছি না। হঠাৎ করে লকডাউন করে দিলে লোকের কষ্ট হবে না ? আর লকডাউন করলেই কি সব কমে যাবে ? ট্রেন, বাস, বিমান চলছে। লক্ষাধিক লোক তো প্যাল প্যাল করে এসেছে। এত লোক কেন বাইরে থেকে এসে বসে থাকবে ?" 


আতঙ্কের কোনও কারণ নেই বলে তিনি আশ্বস্ত করেন। তবে কেন্দ্রীয় সরকারকে এখনই ভ্যাকসিন পাঠাতে হবে বলে দবি জানান। 


এর পাশাপাশি আজকের সাংবাদিক বৈঠকে করোনা মোকিবলায় কী কী পদক্ষেপ রাজ্যের তরফে নেওয়া হচ্ছে তা জানান মুখ্যমন্ত্রী। বলেন, "রাজ্য সবরকম পদক্ষেপ নিচ্ছে। টাস্ক ফোর্স তৈরি হয়েছে। বিভিন্ন হোটেলে সেফ হোম তৈরি হবে। সরকারি হাসপাতালে ৪ হাজার কোভিড বেড বাড়ানো হবে। সরকারি অফিগুলিতে ৫০ শতাংশ কর্মী কাজ করবেন। ওয়ার্ক ফ্রম হোমের উপর জোর দেওয়া হচ্ছে।"


প্রসঙ্গত, দেশের মতো রাজ্যেও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮১৯ জন। এর মধ্যে কলকাতাতেই সংক্রমিতের সংখ্যা ২,১৯৭ । রাজ্যে একদিনে মৃতের সংখ্যা ২৮। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, রাজ্যবাসীকে সুরক্ষিত রাখতে সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত ওষুধ ও ভ্যাকসিন চেয়ে পাঠিয়েছি। 


এর পাশাপাশি করোনা পরিস্থিতিতে আগামীকাল থেকে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।