করুণাময় সিংহ,মালদা: বাংলার প্রতিবেশী ওড়িশায় থাবা বসিয়েছে করোনা ভাইরাস।এ রাজ্যে এখনও পর্যন্ত কেউ আক্রান্ত না হলেও সতর্ক প্রশাসন। জমায়েত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এই প্রেক্ষিতে মালদার একমাত্রআধার সেবা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত পরিষেবা বন্ধ। আধার সেবা কেন্দ্রের এক কর্মী বলেছেন, জেলাশাসক জানিয়েছেন ১৮-৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে, আমরা মাস্ক পরে কাজ করছি।
আধার সেবা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে অসংখ্য মানুষ। ইংরেজবাজারের এক বাসিন্দা বলেছেন, কাল থেকে বন্ধ হয়ে যাবে আধার পরিষেবা কেন্দ্র, তাই তড়িঘড়ি এসেছি, আমার আধার কার্ড সংশোধনের প্রয়োজন।
করোনার প্রভাব পড়েছে রেলের টিকিট বুকিংয়েও। মালদা স্টেশনে টিকিট বাতিল করতে লম্বা লাইন।
মালদা ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার জানিয়েছেন,গত চার-পাঁচদিনে ২০ থেকে ৩০ শতাংশ বুকিং বাতিল হয়েছে। মানুষ সেভাবে টিকিট বুক করছেন না।
জেলা প্রশাসনিক ভবনে আধার সেবা কেন্দ্র বন্ধ থাকলেও, ডাকঘর ও ব্যাঙ্কে আধার পরিষেবা চালু থাকবে বলে জানা গেছে।
করোনা আতঙ্ক: মালদায় বন্ধ আধার সেবাকেন্দ্র, দূরপাল্লার ট্রেনের টিকিট বাতিলের হিড়িক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Mar 2020 07:59 PM (IST)
এই প্রেক্ষিতে মালদার একমাত্রআধার সেবা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত পরিষেবা বন্ধ।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -