কলকাতা: রাজ্যসভায় দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল।ত্রুটি থাকায় বাতিল দীনেশ বাজাজের মনোনয়ন। স্ক্রুটিনিতে নির্দল প্রার্থী হিসেবে বাজাজের মনোনয়ন বাতিল হয়ে গেল।
এজন্য ভোট হবে না পঞ্চম আসনে। পঞ্চম আসনে বাম-কংগ্রেস জোট প্রার্থী বিকাশ ভট্টাচার্যের জয় নিশ্চিত।রাজ্যসভার ভোটের স্ক্রুটিনির আজই ছিল শেষ দিন।নির্দল প্রার্থী দীনেশ বাজাজকে সমর্থন জানিয়েছিল তৃণমূল।
এবার বাংলা থেকে রাজ্যসভায় পাঁচটি আসনের নির্বাচনে হচ্ছে না কোনও ভোটাভুটি।
২৬ মার্চ রাজ্যসভার ভোট। পশ্চিমবঙ্গ থেকে এবার পাঁচজন সদস্য রাজ্যসভায় নির্বাচিত হবেন। পাঁচ আসনে মনোনয়ন পেশ করেছিলেন ছ’জন প্রার্থী। সোমবার ছিল মনোনয়নপত্রের স্ক্রুটিনি। এরমধ্যে তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নুর ও তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়নে ত্রুটি ধরা পড়ে। মৌসমের মনোয়নপত্রে সম্পত্তিগত বিষয় ঘোষণা নিয়ে দেখা দিয়েছিল জটিলতা।আর, দীনেশ বাজাজ মনোয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় নিজে সাক্ষর করলেও, সেখানে নেই ফার্স্টক্লাস ম্যাজিস্ট্রেট বা নোটারির সাক্ষর।তার প্রেক্ষিতে আজ, মঙ্গলবার দুই প্রার্থীকে আবার শুনানিতে ডেকেছিলেন রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার। মৌসম বেনজির নুরের মনোনয়ন বৈধ ঘোষিত হয়।
বাকি চার প্রার্থী, তৃণমূলের দীনেশ ত্রিবেদী, সুব্রত বক্সী ও অর্পিতা ঘোষ এবং সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যের মনোনয়নপত্রের স্ক্রুটিনি অবশ্য নির্বিঘ্নে মিটে গিয়েছে।