উল্লেখ্য, এ রাজ্য প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের এক আমলার লন্ডন ফেরত ছেলে।ওই তরুণের মা রাজ্য সরকারের পদস্থ আমলা।গতকাল দিনভর নবান্নে ছিলেন ওই পদস্থ মহিলা অফিসার। সেজন্য সতর্কতা মেনেই হোম কোয়ারেন্টিনে রাজ্যের স্বরাষ্ট্রসচিব।
সূত্রের খবর, দু’বার পরামর্শ দেওয়া হলেও প্রথমে হাসপাতালে ভর্তি হননি ওই তরুণ। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পরিবারের দায়িত্বজ্ঞানবোধ। শরীরে সংক্রমণ নিয়ে গত রবিবার লন্ডন থেকে কলকাতা বিমানবন্দরে নামেন ওই তরুণ।বিমানবন্দর থেকেই তাঁকে বেলেঘাটা আইডিতে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি তা উপেক্ষা করেন। এরপর মঙ্গলবার মায়ের সঙ্গে এম আর বাঙ্গুর হাসপাতালে যান ওই তরুণ। সেখানে ডেপুটি সুপারের ঘরে তাঁকে পরীক্ষা করেন হাসপাতালের করোনা সংক্রান্ত নোডাল অফিসার। সঙ্গে ছিলেন একজন রোগী সহায়কও। সূত্রের খবর, ওই দিনও তাঁকে বেলেঘাটা আইডিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু তিনি তা উপেক্ষা করেন। এরপর গতকাল নবান্নের তরফে বেলেঘাটা আইডির সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে গতকাল হাসপাতালে ভর্তি হন করোনা আক্রান্ত ওই তরুণ।