হুগলি: হুগলির কোন্নগরে নবগ্রামে তৃণমূলের কার্যালয়ে সালিশি সভা বসিয়ে এক দম্পতিকে মারধরের অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার নবগ্রামের বাসিন্দা কার্তিক বর্মণের সাড়ে পাঁচ বছরের ছেলে প্রান্তিক বর্মনকে ট্যাক্সি ধাক্কা মারে। অভিযোগ, কার্তিক বর্মণকে থানায় অভিযোগ জানাতে বাধা দেন স্থানীয় তৃণমূল নেতা অপূর্ব মজুমদার। ছেলের চিকিত্সার খরচ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। কার্তিক বর্মণের অভিযোগ, টাকা চাইলে গত শুক্রবার তাঁকে ও তাঁর স্ত্রীকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন অপূর্ব মজুমদার।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূলনেতা।
হুগলির কোন্নগরে সালিশি সভায় দম্পতিকে মারধর, অভিযুক্ত তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2016 12:20 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -