মেদিনীপুর ও কলকাতা: সবংয়ে তৃণমূলকর্মী খুনের ঘটনায় গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন করেছিলেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। সেই আবেদন খারিজ করে দিল মেদিনীপুর জেলা আদালত।
রাজ্যে বিধানসভা ভোটে মাঝে ৮ এপ্রিল পশ্চিম মেদিনীপুরে সবংয়ের দুবরাজপুর গ্রামে খুন হন তৃণমূলকর্মী জয়দেব জানা। ঘটনায় স্থানীয় কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া, জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া, ব্লক কংগ্রেস সভাপতি অমল পণ্ডা সহ ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার লোক। ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে সবং থানার পুলিশ।
এই মামলাতেই মঙ্গলবার আগাম জামিন চেয়ে সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার হয়ে মেদিনীপুর জেলা আদালতে আবেদন জানান তাঁর আইনজীবী হরিসাধন ভট্টাচার্য। জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। শেষপর্যন্ত আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।
আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর, সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া বলেন, আইন মোতাবেক আগাম জামিনের আবেদন করেছিলাম। আইনের মাধ্যমেই এর বিচার চাইব।
তৃণমূল কর্মী খুনের মামলায় মানসের আগাম জামিনের আর্জি খারিজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2016 04:07 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -