পানিহাটি: তোলাবাজদের হাত থেকে রেহাই নেই করোনা আক্রান্তদেরও! তোলা না দেওয়ায় করোনা আক্রান্ত মহিলা ও তাঁর ছোট মেয়েকে মারধর। বাধা দিতে এলে বড় মেয়ের শ্লীলতাহানি অভিযোগ।


করোনা কালে পাশে থাকা দূরের কথা সংক্রমিতদের সঙ্গে এমনই আচরণের অভিযোগ পানিহাটি পুর এলাকায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বছর দুয়েক আগে তাঁরা সোদপুরের একটি ফ্ল্যাট বিক্রি করেন। ফ্ল্যাট বিক্রির জন্য এক লক্ষ টাকা তোলা চাওয়া হয় বলে অভিযোগ। আক্রান্তদের দাবি, টাকা চেয়ে সোমবার রাতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। টাকা দিতে না চাওয়ায় করোনা আক্রান্তদের মারধরের পাশাপাশি পরিবারের এক সদস্যার শ্লীলতাহানি করা হয়। সোশাল মিডিয়ায় এই নিয়ে সরব হন ওই মহিলা।

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও, কেউ আটক বা গ্রেফতার হয়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আজ ওই পরিবারের সঙ্গে দেখা করে তোলাবাজি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। বিজেপি নেতা জয় সাহার দাবি, ‘এটাই তৃণমূল এর সংস্কৃতি, তোলার জন্য বাড়িতে লোক পাঠাচ্ছে, পানিহাটিতে মহিলারা সুরক্ষিত নন।’ পাল্টা তৃণমূল নেতা সম্রাট চক্রবর্তীর দাবি, ‘নিন্দনীয় ঘটনা। এর সঙ্গে দলের যোগ নেই, বিজেপি রাজনীতি করছে।’