সত্যজিৎ বৈদ্য, কলকাতা: দেখেননি কোনও চিকিৎসক, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে করোনা আক্রান্তের। এনআরএস হাসপাতালের বিরুদ্ধে এই চাঞ্চল্য অভিযোগ করেছেন কল্যাণীর বাসিন্দা রোগীর পরিবার। অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


পরিবারের লোকজনের অভিযোগ, প্রায় ৪০ মিনিট ধরে কোভিড ওয়ার্ডের বাইরে পড়ে ছিলেন করোনা আক্রান্ত ব্যক্তি। বারবার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ডাকাডাকি করা সত্ত্বেও আসেননি কেউ। শেষপর্যন্ত বিনা চিকিৎসায় মৃত্যু হয় এই ব্যক্তির। মৃতের বাড়ি নদিয়ার কল্যাণীর চরসরহাটিতে।

এই ঘটনায় কাঠগড়ায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল। এনআরএস হাসপাতাল সূত্রে খবর, গত বছরের ২৬ অগাস্ট কল্যাণীর চরসরহাটির বছর ৫৬-র ক্যান্সার আক্রান্ত এই ব্যক্তিকে জেনারেল সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। তখন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি।

মৃত ব্যক্তির পরিবারের দাবি, কয়েকদিন আগে কাশি, বুকে ব্যাথা সহ করোনা উপসর্গ দেখা দেয় তাঁর। করোনা পরীক্ষা করা হলে রবিবার সকালে পজিটিভ রিপোর্ট আসে। এরপরই তড়িঘড়ি তাঁকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নির্দেশমতো দুপুর একটার কিছু আগেই রোগীকে নিয়ে কোভিড ওয়ার্ডের সামনে পৌঁছে যান তাঁরা।

অভিযোগ, রোগীর চিকিৎসা শুরু হওয়া তো দূরের কথা, একবার দেখতেও আসেননি কোনও চিকিৎসক। প্রায় ৪০ মিনিট কোভিড ওয়ার্ডের বাইরে পড়ে থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মৃতের ছেলে জানান, ‘এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তরের সময় পর্যাপ্ত সাপোর্ট সিস্টেম ছিল না। আজ করোনা রিপোর্ট পজিটিভ আসে, অনেক ডাকাডাকিতেও সাড়া মেলেনি নার্স চিকিৎসকদের। এরকম যেন আর কারও সঙ্গে না হয়।’

বিনা চিকিৎসায় করোনা আক্রান্তের মৃত্যুর অভিযোগের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হবে। শনিবার দেশজুড়ে ভ্যাকসিনেশন শুরু হতে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ, তখন ফের করোনা আক্রান্তের চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রশ্নের মুখে সরকারি হাসপাতাল।

অন্যদিকে, দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু। তবে কমেছে সংক্রমণ। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। দৈনিক মৃত্যুতে দেশে আজ তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২৭ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৫২ জনের মৃত্যু হয়েছে।

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ২৭৪ জনের।  আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লক্ষ ৫৭ হাজার ৯৮৫। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৭৫। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৪৪ জন। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ১৫ হাজার ১৫৮। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১ লক্ষ ৯৬ হাজার ৮৮৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৭০ জন। গতকাল একদিনে সুস্থতার সংখ্যা ছিল ১৬ হাজার ৯৭৭। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। দেশে সুস্থতার হার বেড়ে ৯৬ দশমিক ৫৮ শতাংশ।