কলকাতা: যোগদানে ইচ্ছুক ব্যক্তির ভাবমূর্তি খতিয়ে দেখেই বিজেপিতে স্বাগত জানানো হচ্ছে। দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।


রবিবার ধর্মতলায় চা-চক্রে যোগ দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, "বাছাই করে দলে নেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ভাবমূর্তিও।"


বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগে বলেছিলেন, তৃণমূল-সহ অন্য দল থেকে যাঁরা দলে যোগ দিতে ইচ্ছুক, তাঁদের সকলের জন্যই দরজা খোলা আছে।


শনিবার তিনি বলেন, ‘‘দরজা খুলে রেখেছি। তবে এবার আস্তে আস্তে দরজা ছোট করছি। আস্তে আস্তে দরজা বন্ধও করে দেব।’’ রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ও এ দিন মুর্শিদাবাদে বলেন, ‘‘সকলকে দলে নেওয়া হবে না। যাঁরা ভাইপোর গরু-কয়লা পাচার এবং সিন্ডিকেটের মাফিয়া-রাজে যুক্ত নয়, শুধু তাঁদের নেওয়া হবে।’’


গতকালই বিজেপির 'আর নয় অন্যায়'-এর সভামঞ্চে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের ৩০০ জন সক্রিয় কর্মী সমর্থক। বিজেপির এই জনসভা ও যোগদান মেলা অনুষ্ঠিত হয় নদিয়ার চাকদা ব্লকের ঘেঁটুগাছি গ্রাম পঞ্চায়েতের বনমালীপাড়ায়।


জনসভা ও যোগদান মেলায় উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, বাগদার বিধায়ক দুলাল বর সহ অন্যরা। সাংসদ জানান, এলাকার ৩০০ জন বিজেপিতে যোগদান করেছেন। এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক।


যোগদানকারীদের মধ্যে ২৫০ জন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। বিজেপিতে যোগ দেওয়া বাহার আলী শেখ বলেন, ওই এলাকায় তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি দল করে আসছেন।


অথচ সেই দলের সক্রিয় কর্মী হওয়া সত্ত্বেও, সমস্ত সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত হয়েছেন। তাই বাধ্য হয়েই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।


এদিকে, রবিবার সকালে ইকো পার্কে প্রাতর্ভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখান থেকেও একপ্রস্থ আক্রমণ শানান শাসক দলের বিরুদ্ধে।


রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আগে দলকে সময় দিয়েছেন, এখন দল তাঁদের কথা শুনছে না। তাহলে তো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবেই।"


গতকালই, কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী। টিকাকরণ নিয়ে নবান্নে ভার্চুয়াল বৈঠেক মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যে প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র।


মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "চাল, আমফানের টাকার মতো ভ্যাকসিনেও ভাগ বসাচ্ছেন তৃণমূলের বিধায়ক-নেতারা। সেই জন্যই প্রয়োজনের তুলনায় কম পড়েছে ভ্যাকসিন।"


ধর্মতলায় দিলীপ ঘোষের চা-চক্রে বিপত্তি। ঘোড়ার গাড়ির ধাক্কায় পড়ে গেলেন বাইক আরোহী এক বিজেপি কর্মী। রবিবার সকালে ঘোড়ার গাড়িতে চড়ে ধর্মতলায় চা-চক্রে যোগ দিতে যান বিজেপির রাজ্য সভাপতি। সেইসময় ঘোড়ার গাড়ির ধাক্কায় পড়ে যান বাইক আরোহী এক বিজেপি কর্মী। দুর্ঘটনা ঘটলেও আঘাত লাগেনি দিলীপ ঘোষের।