বীজপুরে তৃণমূল সমর্থকদের লক্ষ্য করে গুলি, মারধর, জখম ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2016 06:24 AM (IST)
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বীজপুর বিধানসভার অন্তর্গত হালিশহরে তৃণমূল সমর্থকদের লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ ১। মারধরে জখম আরও ১ তৃণমূল সমর্থক। গতকাল রাতে হালিশহরের দত্তপাড়ায় মাঠে বসেছিলেন তৃণমূল সমর্থকরা। অভিযোগ, সেইসময়ে টোটো করে এসে কয়েকজন সিপিএম আশ্রিত দুষ্কৃতী তৃণমূল সমর্থকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন বাপন সাহা নামে এক তৃণমূল সমর্থক। সঞ্জয় দে নামে আরেক তৃণমূল সমর্থককে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দুজনকেই কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তে বীজপুর থানার পুলিশ। সিপিএমের প্রতিক্রিয়া এখনও মেলেনি।