দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে রেললাইনে ফাটল, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা হাবড়া লোকালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jan 2018 10:23 AM (IST)
কলকাতা: দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে বাগজোলা খাল সংলগ্ন এলাকায় আপ লাইনে ফাটল। অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা হাবড়া লোকালের। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল সাতটা নাগাদ ওই লাইন দিয়ে হাসনাবাদ লোকাল যাওয়ার সময় বিকট শব্দ হয়। এর কিছুক্ষণের মধ্যেই ওই লাইনে চলে আসে হাবড়া লোকাল। ওই সময় স্থানীয়রা লাইনে ফাটল দেখতে পেয়ে লাল কম্বল দেখিয়ে ট্রেনটিকে দাঁড় করান। পরে ঘটনাস্থলে এসে মেরামতির কাজ শুরু করে রেলের কর্মীরা। প্রায় ২০ মিনিট পর ফের চাল চালু হয় ট্রেন চলাচল।