রেললাইনে ফাটল, লাইনম্যানের তৎপরতায় রক্ষা পেল ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার
ABP Ananda, web desk | 17 Feb 2017 11:44 AM (IST)
বর্ধমান: ফের রেললাইনে ফাটল। লাইনম্যানের তত্পরতায় দুর্গাপুরের পাণ্ডবেশ্বর স্টেশনে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ডাউন রামপুরহাট-হাওড়া ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার। সকাল সাড়ে ৭টা নাগাদ পাণ্ডবেশ্বর ছেড়ে অন্ডালের দিকে রওনা দেয় ট্রেনটি। সেসময় কেবিন রুমের কাছে কাজ করছিলেন লাইনম্যান ইন্দ্রদেব পাসোয়ান। লাইনে ফাটল দেখতে পেয়ে তিনিই লাল পতাকা দেখিয়ে ট্রেনটিকে দাঁড় করান। এর ফলে মিনিট চল্লিশ আটকে থাকে ডাউন রামপুরহাট-হাওড়া ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার। লাইন মেরামতির পর, সকাল ৮টা ১০ মিনিটে ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।