হাওড়া: ঋণ দেওয়ার ফাঁদ পেতে প্রতারণার অভিযোগ। অ্যাকাউন্ট থেকে উধাও টাকা!
ব্যবসার কারণে ঋণের প্রয়োজন ছিল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার কিংস রোডের বাসিন্দা দেবেশ জায়সবালের। তাঁর দাবি, ২২ জানুয়ারি ঋণ দিতে চেয়ে একটি সংস্থা থেকে ফোন আসে।
ব্যবসায়ীর দাবি, ঋণ নেওয়ার ইচ্ছে প্রকাশ করায় ২৪ জানুয়ারি, এক মহিলা ফোন করে প্রয়োজনীয় নথি দিতে বলেন। ওইদিনই ব্যবসায়ীর অফিসে এসে ওই মহিলা প্যান কার্ড, আধার কার্ড-সহ বেশ কিছু নথি নেন। গোলাবাড়ি থানা এলাকায় যে বেসরকারি ব্যাঙ্কের শাখায় ব্যবসায়ীর অ্যাকাউন্ট রয়েছে, তার চারটি বাতিল চেকে সইও করিয়ে নেন ব্যবসায়ীকে দিয়ে।
ব্যবসায়ীর দাবি, সংশ্লিষ্ট ব্যাঙ্কের পিকনিক গার্ডেন শাখায় অমৃত রঞ্জন নামে এক ব্যক্তির নামে ওই চেক ভাঙিয়ে তুলে নেওয়া হয় ১ লক্ষ ৮৫ হাজার ৫০০ টাকা। দেবেশ জায়সবালের অভিযোগ, ক্যানসেলড কথাটি নিজের কলমে ভ্যানিশিং ইঙ্কে লেখেন ওই মহিলা।
এই ঘটনায় ব্যাঙ্ক কর্মীদের একাংশের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীর বন্ধুর। তাঁর দাবি, ব্যাঙ্ক বলছে ফোন করেছে। কিন্তু পায়নি। তাহলে অনুমতি ছাড়াই কেন টাকা দেওয়া হল? এই জালিয়াতির ঘটনায় তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানা ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এখনও কেউ গ্রেফতার হয়নি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ঋণ দেওয়ার নামে চেকে 'ভ্যানিশিং ইঙ্ক' ব্যবহার, হাওড়ায় ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব ১.৮৫ লক্ষ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Feb 2018 04:59 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -