কলকাতা: একে করোনায় রক্ষে নেই। তার উপর আবার নতুন উদ্বেগ ঘূর্ণিঝড় ‘আমফান’-কে ঘিরে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সন্ধের পর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর রবিবার পর্যন্ত তা উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে। রবিবারের পর ফের অভিমুখ বদলে উত্তর-উত্তর পূর্ব দিকে বাংলা-ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে।

ক্রমশ শক্তি অর্জন করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে আমফান।

আবহাওয়া দফতর জানিয়েছে, এর জেরে আগামী মঙ্গলবার থেকে ৭টি জেলায় বৃষ্টি শুরু হবে। এই জেলাগুলি হল,

কলকাতা ,হাওড়া ,হুগলি,উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর।

মঙ্গলবার অধিকাংশ জায়গায়  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

আর বুধবার বেশকিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।

তবে, সব থেকে বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী তিন জেলায়-উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

এই পরিস্থিতিতে মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আর যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদের ১৭ তারিখের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।