মেষ

আজ কারও কাছে মানসিকভাবে অপদস্থ হতে পারেন । ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে । কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে । আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন ।



বৃষ

আজ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মে অালস্য প্রকাশ পাবে । বাড়িতে প্রচুর অতিথি সমাগম হতে পারে । প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ার মীমাংসা হয়ে যেতে পারে । সন্তানদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা ।




মিথুন

আজ আপনার আয় ভাগ্য ভাল থাকলেও অপচয় হবে প্রচুর । সংসারে খুব মাথা ঠাণ্ডা রেখে না চললে অশান্তি হতে পারে । শরীরের কোনও অংশে চোট লাগতে পারে । উচ্চ বিদ্যার্থীদের জন্য সময়টা শুভ ।




কর্কট

আজ নিজের বুদ্ধিতে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন । শরীরে ছোটখাটো সমস্যা থাকবে । কর্মক্ষেত্র ভালই থাকবে । ছেড়ে যাওয়া প্রেম আবার জুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ।




সিংহ

আজ অন্য কারও সমালোচনা না করাই ভাল, বিবাদের আশঙ্কা আছে । ভাল কোনও উপহার পেতে পারেন । ভাল কিছু হাতে এসেও চলে যেতে পারে । দূরে কোথাও পরীক্ষার খবর আসতে পারে ।




কন্যা

আজ কর্ম ভালই এগোবে কিন্তু মনে একটা ব্যাকুলতা কাজ করবে । কারও বিশ্বাস ভঙ্গের অপবাদ আসতে পারে । সাংসারিক জটিলতা কাটতে পারে । না চাইতেই পাওনা আদায় হতে পারে ।




তুলা

কোনও কারণে কর্মে অবসাদ আসতে পারে, কাটিয়ে না উঠলে সমস্যা । আপনার উচ্চ মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে । মনঃস্থির করে পারিবারিক দায়িত্ব পালন করুন । চলাফেরায় বাড়তি সতর্কতা ।




বৃশ্চিক

আপনার কুচিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে । নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করার ভাল সময় । কোনও ভাল কারণে পুরস্কার পেতে পারেন । শেয়ার বা ফটকায় প্রাপ্তি যোগ ।




ধনু

আজ কোনও কারণে বিপদে পড়ে আপনাকে মিথ্যা কথা বলতে হতে পারে । হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্তে লাভবান হবেন । কাউকে বিশ্বাস করবেন না । উচ্চশিক্ষার সুযোগ পাবেন ।




মকর

ব্যবসায় প্রচুর দায়িত্ব বৃদ্ধি হওয়ায় মানসিক চাপ বৃদ্ধি । স্ত্রীর প্রেরণা আপনাকে উদ্যমী করে তুলবে । আজ কাউকে বেশি বিশ্বাস করবেন না । নিজের কারও শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা ।




কুম্ভ

আজ বন্ধুদের প্ররোচনায় প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা । আজ কাউকে টাকা পয়সা ধার দেবেন না । শিক্ষার ক্ষেত্রে সময়টা অনুকূল । স্ত্রীর সহযোগিতায় আজ আপনার কিছু ভাল হতে চলেছে ।




মীন

উচ্চশিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে । কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন । দাম্পত্য জীবন সুখকর হলেও ক্লেশ থাকবে । থাইরয়েডের সমস্যায় ভোগান্তি । জ্যোতিষ শ্রী জয়দেব