দমদমে ফাটল গ্যাসের সিলিন্ডার, মৃত প্রৌঢ়া, গুরুতর জখম পুত্রবধূ
ABP Ananda, Web Desk | 18 Jun 2018 12:32 PM (IST)
দমদম: সুভাষনগরে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে এক প্রৌঢ়ার মৃত্যু হল। গুরুতর আহত হয়েছেন তাঁর পুত্রবধূ। মৃতের নাম ছবি দে। পরিবার সূত্রে খবর, আজ সকাল সোয়া নটা নাগাদ রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু হয় ৬৫ বছরের ওই প্রৌঢ়ার। গুরুতর আহত হন তাঁর পুত্রবধূ ববিতা দে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।