মেষ

গানবাজনা নিয়ে যাঁরা চর্চা করেন তাঁদের জন্য ভাল সুযোগ আসছে। বাড়িতে কোনও ভাল সংবাদ আসতে পারে। সংসারে অনেক অতিথি আসার জন্য খরচ বৃদ্ধি। শরীর নিয়ে একটু চিন্তা।



বৃষ

কোনও প্রিয় জিনিস না পাওয়ায় মনের যন্ত্রণা বাড়তে পারে। ভ্রমণে লাভ। প্রেমে বিচ্ছেদ হতে পারে। ব্যবসার জন্য ভাল সংবাদ কিন্তু কর্মচারীর সঙ্গে বিবাদ।




মিথুন

আজ এক কাজ বার বার করতে হবে, নতুন কোনও কাজের খবর আসতে পারে। পিতার কারণে মানসিক কষ্ট বৃদ্ধি। স্বামী স্ত্রী বিবাদ মিটে যেতে পারে। রক্তচাপ বৃদ্ধি।




কর্কট

অসাবধানতার জন্য বিপদ আসতে পারে। বন্ধুদের জন্য খরচ বৃদ্ধি। কর্মে সাফল্য দেরিতে আসবে, সম্পত্তি নিয়ে আত্মীয়ের সঙ্গে বিবাদ। চেষ্টার ভাল ফল পাবেন।




সিংহ

বাড়িতে কোনও দরকারি আলোচনা হতে পারে। বন্ধুবিচ্ছেদের জন্য মনে কষ্ট। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। একাধিক পথে বাড়তি উপায়ের সুযোগ। প্রেমের জন্য বদনাম বৃদ্ধি।




কন্যা

আপনার কোনও কাজ লোকের খারাপ লাগতে পারে। বিবাহিত জীবনে সমস্যা বৃদ্ধি। শত্রুর সঙ্গে আপোসের সম্ভাবনা। ব্যবসার দিকে শুভ পরিবর্তন। লাগাম ছাড়া খরচ বৃদ্ধি।




তুলা

বিদ্যার নতুন সুযোগ। ব্যবসার জন্য স্থান পরিবর্তনের আলোচনা। বাড়িতে নতুন অতিথির আগমন। আইনি কাজে সুফল লাভ। শত্রুভয় বাড়তে পারে। পেটের সমস্যা।



বৃশ্চিক

কোমরের নীচে সমস্যা বৃদ্ধি। নিজের মত প্রকাশ করায় বিবাদ। সংসারের দায়িত্ব পালনে প্রচুর ব্যয়, নতুন কাজের যোগাযোগ। স্ত্রীর জন্য মনের কষ্ট বাড়তে পারে।





ধনু

মনে কোনও বিষয়ে আশার উদয়। সন্তানের জন্য খরচ বৃদ্ধি। উদ্বেগের কারণে কাজের ক্ষতি। আজ ব্যবসার জন্য লাভ বাড়তে পারে। শেয়ারে কিছু ক্ষতি হতে পারে। শরীরে চর্বি জাতীয় সমস্যা।




মকর

আজ আপনার বিরুদ্ধে কোনও অভিযোগ উঠতে পারে। দরকারি কাজ আজ না করা ভাল হবে। বন্ধুর বিপদে সাহায‌্য করে মনে আনন্দ। আয় ও ব্যয়ের সমতা ঠিক থাকবে না।




কুম্ভ

প্রেমের ব্যপারে আশাভঙ্গ হতে পারে। শত্রুর জন্য ভাল কাজে বাধা। সমাজের কোনও কাজে সুনাম বৃদ্ধি। মাত্রাছাড়া রাগ বিপদ আনতে পারে। সম্পত্তির ব্যাপারে লাভ।




মীন

খেলাধুলোয় সাফল্য লাভ, বন্ধুর জন্য ক্ষতি হতে পারে। পাওনা টাকা আজ পেতে পারেন। স্বামীর দিক দিয়ে একটু বিবাদ। অতিরিক্ত আবেগের জন্য উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমান।