মেষ

আজ নীতিগত দিক দিয়ে কিছু ভুল হতে পারে। তবে মনের ইচ্ছা পূরণের জন্য দিনটি খুব ভাল। কর্মস্থানে সম্মান নিয়ে চাপ বাড়তে পারে। সন্তানের জন্য কোনওপ্রকার চিন্তা বৃদ্ধি।



বৃষ

প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। কাজকর্মে অনিচ্ছা প্রকাশ। স্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা। বাড়িতে অর্থ নিয়ে চাপ বাড়তে পারে।




মিথুন

ব্যবসার ব্যাপারে স্থান পরিবর্তন হতে পারে। প্রচুর পরিশ্রমের জন্য ক্লান্তি অনুভব। মানসিক উদ্বেগে কর্মে ব্যাঘাত। চাকরির জন্য চিন্তা বাড়তে পারে।




কর্কট

কোনও আশা পূরণ না হওয়ায় মনে কষ্ট বাড়তে পারে। শত্রুর ব্যাপারে চিন্তা বাড়তে পারে। আগুন থেকে সাবধান। প্রেমের ব্যাপারে চিন্তা বৃদ্ধি, পিতার সঙ্গে কোনও বিষয়ে আলোচনা।




সিংহ

মনের ভাব ঠিক না থাকার জন্য কাজে ভুল হতে পারে। শরীরের ব্যাপারে চাপ বৃদ্ধি। গুরুজনের জন্য কোনও চিন্তা বৃদ্ধি। ব্যবসার জন্য সিদ্ধান্তে ত্রুটি হতে পারে।




কন্যা

নতুন কোনও কাজের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মস্থানে গণ্ডগোল। ব্যবসার জন্য নতুন ব্যবস্থা। গুরুদেবের সঙ্গে ধর্ম বিষয়ক আলোচনা। অর্থ নিয়ে চাপ কমতে পারে।




তুলা

মহিলাদের ব্যাপারে সাবধান থাকুন। স্বামী স্ত্রীর বিরহ যন্ত্রণা বাড়তে পারে। দূরে ভ্রমণের জন্য পরিকল্পনা। বাড়িতে নতুন কোনও কাজের ব্যবস্থা। পিতার শরীর নিয়ে চিন্তা।




বৃশ্চিক

শরীরে কোনও কষ্ট আজ বাড়তে পারে, ব্যবসার ব্যাপারে লাভ বৃদ্ধি। অর্থ কষ্ট কমবে। আত্মীয়ের জন্য উপকার করেও বদনাম, বন্ধু বাড়তে পারে।




ধনু

অসাধ্য কোনও কাজ করতে পেরে মনে আনন্দ। মুখে কোনও কষ্ট বাড়তে পারে। প্রেমের কারণে কটুক্তি শুনতে হতে পারে। ব্যবসার ব্যপারে একটু চাপ বাড়বে।




মকর

আজ কোনও সংকট আসতে পারে। সন্তানের জন্য নতুন ব্যবস্থা। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। পাওনা অর্থ আদায় হতে পারে, পিতার জন্য মানসিক চিন্তা। ব্যবসা ভাল।




কুম্ভ

মনের ভুলে কাজের ক্ষতি হতে পারে। ব্যবসার ব্যপারে হতাশা আসতে পারে। ঠাণ্ডা লাগার জন্য কাজের ক্ষতি। আইনি কাজ ভাল হবে। শত্রুর জন্য চিন্তা।




মীন

শিল্পীদের জন্য দিনটি শুভ। স্ত্রীর জন্য চিন্তা বাড়তে পারে। পড়াশোনার আগ্রহ বাড়তে পারে। ডাক্তারের খরচ বাড়ার সম্ভাবনা। ভ্রমণের সম্ভাবনা।