মেষ

আজ গম্ভীর কোনও আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। মনে কোনও ক্ষোভ থাকলে সেটা প্রশমিত হবে। বাড়ির পরিবেশ নিজের আয়ত্বে থাকবে। নতুন কিছু কেনার যোগ আছে।



বৃষ

স্বামীকে ব্যবসায় সাহায্য করায় সুখ্যাতি অর্জন করবেন। নিজের ব্যাপারে বিশেষভাবে সচেতন থাকবেন। বাড়িতে কোনও পোষ্য কেনার যোগ দেখা যাচ্ছে। মায়ের আচরণে বদল দেখা যাবে।




মিথুন

কর্মস্থানে নতুন কোনও দায়িত্ব বৃদ্ধি। কোনও কারণে শরীরে আঘাত পাওয়ার সম্ভাবনা। মনে ব্যাকুলতা বাড়তে দেবেন না। গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেরে ফেলুন।




কর্কট

কোনও অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পুরনো সমস্যার সমাধান। আত্মীয়কে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। সন্তানদের লেখাপড়ায় মনোযোগ বাড়বে। শ্বাসযন্ত্রের সমস্যায় কষ্ট পাবেন।




সিংহ

নিজের আগ্রহে ব্যবসা বাড়ানোর চেষ্টা। পুরনো অশান্তি মিটে গিয়ে সংসারে শান্তির উদয়। সন্তানদের কাজে মনে সুখ বা আনন্দ। মাথার যন্ত্রণায় ভোগান্তি হতে পারে ।




কন্যা

কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি।



তুলা

নিজের রাগের উপর সামঞ্জস্য রাখুন, নাহলে সমূহ ক্ষতির সম্ভাবনা। বুদ্ধির জোর থাকলেও পরামর্শ দিতে গেলে ঠকবেন। আত্মীয়ের দ্বারা উপকৃত হতে পারেন। কারও কাছে অপমানিত হতে পারেন।





বৃশ্চিক

আজ এমন কিছু করবেন যা ভবিষ্যতে আপনার পক্ষে শুভ। ঠিক করে পারিবারিক দায়িত্ব পালন করুন। আপনাকে কেউ ভুল বুঝলে সেটা এড়িয়ে চলুন। জ্বর জ্বালায় ভোগান্তি।




ধনু

আজ নিজের মধ্যে বেশি উত্তেজনা ধরে রাখলে টাকাপয়সার ক্ষতি। ভাগ্যের জোরে কোনও অশুভ কাজ থেকে রক্ষা পেতে পারেন। সন্তানের জন্য শুভ খবর আসতে পারে।




মকর

আপনি যেটা করছেন, সেটা ভাল না চললে নতুন ব্যবসার জন্য প্রচেষ্টার শুভ সময় চলছে। অন্যের নির্দেশ পালন করতে গিয়ে বিপদে পড়তে পারেন। মায়ের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে।




কুম্ভ

রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল চলছে। আজ অন্যকে বেশি বিশ্বাস না করাই উপযুক্ত। আজ সারা দিনটা খুব আনন্দে কাটবে। সন্তানদের উপর একটু নজর দেওয়া প্রয়োজন।




মীন

হঠাৎ করে জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। অর্থের দিক থেকে বাবার কাছে সাহায্য পেতে পারেন। আজ সারা দিন খুব দৌড়ঝাঁপ করে কাটাতে হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান।