মেষ

কোন কাজের প্রতি ইচ্ছা আজ বাড়তে পারে । বাড়িতে খুব ভাল সংবাদ আসতে পারে। কর্মস্থানে অর্থভাবের আশঙ্কা। পিতার শরীর নিয়ে একটু চিন্তা ও খরচ বাড়তে পারে।



বৃষ

প্রেমের ব্যাপারে আশার আলো দেখতে পাবেন। আজ কোন বন্ধুর জন্য ক্ষতি হবে। কাজের উৎসাহ বাড়তে পারে । গঠনমূলক কোনও কাজে আয় বাড়তে পারে।




মিথুন

ব্যবসার দিকে খুব ভাল লাভ। কিছু উপহার আসতে পারে। শত্রুর জন্য ভয় বৃদ্ধি। ব্যবসার পরিকল্পনা পরিবর্তন হতে পারে। সামাজিক কাজে দায়িত্ব বৃদ্ধি।




কর্কট

পড়াশোনার দিকে উন্নতি সুযোগ আসতে পারে, সংসারে কলহে বিবাদ বাড়তে পারে। কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না আজ, চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি।




সিংহ

চাকরির ব্যাপারে আশার আলো। ব্যবসায় সুনাম বাড়তে পারে। আত্মীয়ের সঙ্গে কোনও বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। স্ত্রীর কারণে মানসিক অবসাদ। শারীরিক চাপ বৃদ্ধি।




কন্যা

মানসিক অস্থিরতার জন্য কাজের ক্ষতি। নতুন কোনও প্রেমের যোগ। সাংবাদিকদের কাজে সুনাম। নেশায় আসক্তি বৃদ্ধি। কোমরের যন্ত্রণা বাড়তে পারে।




তুলা

বাড়ির কাছে কোনও ভ্রমণের আলোচনা। কাজের ব্যাপারে নতুন করে চেষ্টা, অতি কথা বলায় বিবাদ হতে পারে। শরীরে কোনও ক্ষত নিয়ে চিন্তা। শিল্পীদের ভাল সুযোগ।




বৃশ্চিক

কোনও আশা পূরণে বাধা। ভ্রমণের আলোচনা, লোকের ভাল করতে গিয়ে মন্দ হতে পারে। বাড়ির সমস্যার সমাধান। কর্মের ব্যাপারে ভাল সুযোগ হাতছাড়া হতে পারে।




ধনু

শরীরে কোনও চাপের ফলে কাজের ক্ষতি। রাস্তাঘাটে একটু ধীরে চলাফেরা করুন। নতুন করে ব্যবসার কাজ শুরু হতে পারে। বাড়ির কাজের জন্য ঋণ নিতে হতে পারে।




মকর

গোপন কোনও রোগের বৃদ্ধি। ছোট ব্যাপারে স্বামী-স্ত্রীর বিবাদ। ব্যবসার দিকে মন্দা বাড়তে পারে। অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম। পড়াশোনার জন্য দূরে যেতে হতে পারে।




কুম্ভ

মনে প্রলোভন বৃদ্ধি হওয়ায় বিপদ হতে পারে। অপরের জন্য ঝামেলার যোগ। আইনি কাজ ভাল হতে পারে। গুরুজনের সঙ্গে ভাল কাজের আলোচনা। রক্তচাপ বাড়তে পারে।




মীন

ব্যবসার দিকে খুব ভাল সুযোগ আসতে পারে, অর্থের ব্যাপারে চাপ বাড়তে পারে। শরীরে কোনও রোগ নিয়ে আজ ব্যস্ত হতে হবে। গুরুদেবের সঙ্গে থাকার জন্য মনের আনন্দ বৃদ্ধি।