মেষ

ঠিক সময়ের জন্য অপেক্ষা করুন । আজ বন্ধুর জন্য বিরহ যন্ত্রণা বাড়তে পারে । বাড়িতে সুখের খবর আসতে পারে। তবে শত্রুর দ্বারা কোনও ক্ষতি হতে পারে । পেটের কোনও সমস্যা বাড়তে পারে ।



বৃষ

আজ ঘুম না হওয়ার জন্য শরীর খারাপ । প্রেমের জন্য অশান্তি বাড়তে পারে । ব্যবসার দিকে আয় বাড়তে পারে । ভ্রমণের জন্য আনন্দ । পড়াশোনার জন্য চিন্তা ।




মিথুন

সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে । আজ কাজ নিয়ে ব্যস্ত হতে হবে । চাকরির স্থানে বদলি হতে পারে । পিতার শরীর নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে । আঘাত লাগতে পারে ।




কর্কট

অার্থিক ব্যাপারে চাপ আসতে পারে । ব্যবসার দিকে আয় বাড়তে পারে । বাড়ির দিকে উন্নতি কিছু ঘটতে পারে । গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে ।




সিংহ

আত্মীয়ের ব্যাপারে খরচ বাড়তে পারে । স্ত্রীর কারণে সুখ আসতে পারে । পরিবারের জন্য কোনও বিবাদ বাড়তে পারে । চাকরির স্থানে উচ্চ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার । কাজের চাপ বাড়তে পারে ।




কন্যা

পেটের যন্ত্রণা বাড়তে পারে । মানসিক কারণে কোনও অশান্তি বাড়তে পারে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে খরচ ও চিন্তা হওয়ার সম্ভাবনা । শরীরে কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে ।




তুলা

সন্তানের কারণে সংসারে সুখ সমৃদ্ধি ফিরে পেতে পারেন । কোনও সহকর্মীর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে । জীবনে প্রেমের নতুন মোড় আসতে চলেছে । খেলাধুলায় প্রচুর সম্মান বৃদ্ধি ।




বৃশ্চিক

আজ অপরকে সুখী করতে গিয়ে নিজেকে আত্মত্যাগ করতে হবে । অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন । যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন ।




ধনু

বিষয় সম্পত্তির দিক থেকে শ্রীবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে । পথে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা । সৎ বিচার বুদ্ধির জন্য সমাজে সম্মান বৃদ্ধি । আপনজনের কাছ থেকে উপকার পেতে পারেন ।




মকর

আজ মায়ের কর্তব্য পালন না করতে পেরে মানসিক কষ্টভোগ । কোনও কিছু দামি জিনিস কেনার পরিকল্পনা না করাই ভাল । শত্রুর ষড়যন্ত্রের শিকার হতে পারেন । পারিবারিক অশান্তির অবসান ।




কুম্ভ

চাকরির জায়গায় নিজের বুদ্ধির জন্য সুনাম প্রাপ্তি । স্ত্রীর পরামর্শে ব্যবসায় উন্নতি । বাড়িতে চুরির জন্য অার্থিক ক্ষতির আশঙ্কা । ঘরে বাইরে সব জায়গায় প্রতিকূল প্রভাব । যে কোনও মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন ।




মীন

বন্ধুকে সাহায্য করতে গিয়ে আইনি ঝামেলা আসতে পারে । কোনও মহিলাকে ঘিরে দাম্পত্য কলহ বাধতে পারে । প্রিয়জনকে সাহায্য করতে পেরে মনে শান্তি । সন্তানের জন্য মুখোজ্জ্বল । জ্যোতিষ শ্রী জয়দেব