মেষ

সকাল দিকে কোনও কাজের ক্ষতি হতে পারে। কেউ মিথ্যা কথা বলার জন্য মাথা গরম হতে পারে। জনহিতকর কাজে সুনাম হতে পারে। দাঁতের যন্ত্রণা নিয়ে কষ্ট বৃদ্ধি।



বৃষ

বন্ধুর বাড়িতে কোনও আলোচনা। প্রেমের ব্যাপারে কোনও দুঃখবোধ হতে পারে, গোপন কোনও রোগ থেকে সাবধান থাকা দরকার। লটারি বা ফাটকা কোনও কিছু থেকে ক্ষতি।




মিথুন

আধ্যাত্মিক কোনও কাজে উন্নতি। বাড়ির লোকের কুটিলতার জন্য ব্যবসার ক্ষতি হতে পারে, দুপুরের পরে শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি। বাড়তি কোনও খরচের জন্য মাথা গরম হওয়ার যোগ।




কর্কট

ব্যবসায় আয় বাড়তে পারে। সঞ্চয় নিয়ে কোনও আলোচনা। তবে সন্তানের জন্য অর্থক্ষতি হতে পারে। বাড়ির সকলে মিলে দূরে ভ্রমণ। পেটের কোনও সমস্যা বৃদ্ধি।




সিংহ

আয় ও সম্মান বৃদ্ধি হওয়ার যোগ আজ। জটিল কোনও সমস্যা থেকে মুক্তি। পরিবারের কোনও অশান্তি থেকে মনে কষ্ট। খেলাধুলোর জন্য সুনাম বাড়তে পারে।




কন্যা

আজ ব্যবসার ব্যপারে অনুকূল পরিবেশ পাবেন। বাড়িতে বিবাদ অনেক দূর যেতে পারে। চাকরির স্থানে কোনও মহিলার জন্য অপমান। আইনি কোনও কাজে খরচ।




তুলা

কর্মস্থানে মতবিরোধ হতে পারে। আপনার প্রতি কেউ হিংসা অনুভব করতে পারে। স্ত্রীর সঙ্গে কোনও ভ্রমণের পরিকল্পনা। পিতার জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে।




বৃশ্চিক

সম্পত্তির ব্যপারে কোনও খরচ বাড়তে পারে। কাজের দিকে চেষ্টা বাড়তে পারে। কাজের জন্য ভ্রমণ হতে পারে। বাতের ব্যথায় কষ্ট বৃদ্ধি। মায়ের শরীর নিয়ে চিন্তা।




ধনু

গঠনমূলক কোনও কাজে উন্নতি। ব্যবসার স্থানে বিবাদ নিয়ে সংশয়। শত্রুর মোকাবিলা করতে গিয়ে কোনও আঘাত। পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার আলোচনা।




মকর

অসাধু পথে আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। নতুন কোনও কাজের চেষ্টা করতে হতে পারে। কর্মসূত্রে দূরে যেতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ।




কুম্ভ

আত্মীয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। সামাজিক কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে। শিক্ষকদের কাজের চাপ বাড়তে পারে। ব্যবসার দিকে বাড়তি আয়।




মীন

কাজের পরিকল্পনায় বাধা পড়তে পারে। বাজে লোকের থেকে ক্ষতির যোগ আসতে পারে। প্রতিবেশীর উস্কানিতে বাড়িতে বিবাদ বাধতে পারে। ব্যবসার জন্য নতুন কোনও আলোচনা। জ্যোতিষ শ্রী জয়দেব