মেষ

আপনার উচ্চাকাঙ্খা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। বেশি বুদ্ধি খাটাতে গিয়ে কর্মক্ষেত্রে অশান্তি। শারীরিক কষ্ট বা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। কারও ছলনার শিকার হতে পারেন।



বৃষ

সামনে পিছনে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন।




মিথুন

প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন।




কর্কট

আজ উদার বা দানশীল মনোভাব রাখতে পারেন। সন্তানদের নিয়ে আজ উদ্বেগ বাড়বে। কথাবার্তায় সামঞ্জস্য বজায় রাখুন। নিজে খরচ করে বন্ধুকে সাহায্য করতে হতে পারে।




সিংহ

কাজের জন্য ভ্রমণ হলেও কাজ সফল নাও হতে পারে। শারীরিক অালস্যর ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। সন্তানদের নিয়ে চিন্তা দূর হবে। মূল্যবান দ্রব্য লাভ হতে পারে।




কন্যা

কোনও অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পুরনো সমস্যার সমাধান। কুটুম্বিতা নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। সন্তানদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি। শ্বাসযন্ত্রের সমস্যায় কষ্ট পাবেন।




তুলা

আজ কর্মস্থানে আপনি সকলের প্রিয় হয়ে উঠতে পারেন। নিজের জিনিস খুব সাবধানে রাখুন, চুরি যেতে পারে। সংসারে নতুন কোনও দায়িত্ব আসতে পারে। দীর্ঘ প্রতিক্ষার পর প্রেমে সাফল্য।




বৃশ্চিক

আজ বিশেষ কোনও বন্ধুর সঙ্গে আপনার দেখা হতে পারে। ভ্রমণ যোগ থাকলেও বিপদ আছে। ছোটখাটো কারণে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। সন্তানকে কোনও কারণে সাহায্য করতে হতে পারে।




ধনু

নানা দিক থেকে নতুন কোনও সুযোগ আসতে পারে। কোনও কিছু নিয়ে খুব আশা না করাই ভাল। অর্থ খরচ নিয়ে সাংসারিক কলহ বাধতে পারে। জ্বরজ্বালায় ভোগান্তি হতে পারে।




মকর

বন্ধুর কুচক্রে পড়ে ব্যবসার অগ্রগতি নষ্ট। প্রেমে তৃতীয় কেউ এসে পড়ার সংকেত। দূর ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মনে ক্লেশ। স্নায়ু পীড়ায় ভোগান্তির যোগ দেখা যাচ্ছে। বাকপটুতায় শত্রুর মন জয়।




কুম্ভ

আজ শেয়ারের ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানের বেয়াড়াপনায় অস্থিরতা বৃদ্ধি পাবে। বন্ধুর বিশ্বাসঘাতকতায় মানসিক কষ্ট পেতে পারেন। পারিবারিক প্রতিকূলতা কেটে যাবে।




মীন

ব্যবসার কাজে নতুন কর্মী নিয়োগ করতে হতে পারে। বহু প্রতীক্ষার পর খেলাধুলোয় স্বীকৃতি মিলতে পারে। প্রবাসী কারোর বাড়ি আসার খবর পেতে পারেন। উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে। সবান্ধবে দূরে ভ্রমণের যোগ আছে। জ্যোতিষ শ্রী জয়দেব