মেষ

প্রেমের নতুন কোনও যোগাযোগ হতে পারে । মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য আনন্দ বৃদ্ধি। অভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ মিলতে পারে । পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে ।



বৃষ

নতুন গৃহ নির্মাণের সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল । প্রতিবাদী মনোভাব ত্যাগ করুন । বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা । আন্ত্রিক জাতীয় রোগে ভোগান্তি ।




মিথুন

সম্পত্তি নিয়ে ভাই-ভাই অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র । চাকরির স্থানে সুনাম বৃদ্ধি । ভাল যুক্তির জন্য তর্কে জয় লাভ । ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ ।




কর্কট

আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে । কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন । হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা । সাধু সেবায় মনে শান্তি ।




সিংহ

আজ উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে । পুলিশদের জন্য দিনটি খুব অনুকূল । প্রেমের বিষয়ে কারও কাছ থেকে অপমানিত হতে পারেন । স্ত্রীর সঙ্গে বিবাদ ।




কন্যা

আজ ঘরে বাইরে দুজায়গাতেই পরিবেশ আপনার সঙ্গেই থাকবে । কোনও কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে । শত্রুর সঙ্গে আপোস করতে হতে পারে । শারীরিক দুর্বলতা ।




তুলা

শিক্ষায় সাফল্য বৃদ্ধি । সামাজিক কোনও কাজের জন্য আপনার চাপ বাড়তে পারে । উত্তেজনার কারণে বিপদ আসতে পারে । স্ত্রীর জন্য বাড়তি আয় হতে পারে ।




বৃশ্চিক

আজ প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে । প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন । পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল হবে । সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে ।




ধনু

আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ভাবে ঠকাতে পারে । সহকর্মীর সাহায্যে কর্মে সফলতা পাবেন । অতিরিক্ত অর্থ খরচে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে । গুরুজনদের কথায় মনোযোগ দিন ।




মকর

আজ উচ্চ কোনও জায়গা থেকে চাপ আসতে পারে । কর্ম স্থানে মনোমালিন্য হতে পারে । পারিবারিক শান্তি বজায় থাকবে । যাঁরা সাংবাদিকতার সঙ্গে যুক্ত তাঁদের জন্য দিনটি শুভ ।




কুম্ভ

আজ উচ্চ বিদ্যার যে কোনও কাজ সফল হবে । কোনও বন্ধুর কারণে কর্মে জটিলতা কেটে যেতে পারে । আইন সংক্রান্ত কোনও কাজে জড়িয়ে পড়তে পারেন । খেলাধুলোয় নাম করার সুযোগ আছে ।




মীন

আজ ব্যবসা বা কর্মে কোনও সমস্যা থাকবে না । যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে । বুদ্ধির ভুলে হাতে আসা কোনও কাজ নষ্ট হতে পারে । কাছাকাছি ভ্রমণ । জ্যোতিষ শ্রী জয়দেব