মেষ
অপেক্ষা করুন, ভাল ফল পাবেন । তবে ব্যবসায় কোনও অশান্তি বাধতে পারে । বুকের কোনও সমস্যা বৃদ্ধি । পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা । পড়াশোনার জন্য দূরে ভ্রমণ ।
বৃষ
যে কোনও দিক দিয়ে অর্থ আসতে পারে । প্রেমের ব্যাপারে মানসিক আনন্দ । আত্মীয়র সঙ্গে কোনও বিবাদের জন্য কর্ম নিয়ে চিন্তা । বিদেশে কোনও বন্ধুর খবর আসতে পারে ।
মিথুন
কোনও ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে । কর্মস্থানে কাজের নৈপুণ্যর জন্য সুনাম । গঠন মূলক কোনও কাজে উন্নতি । প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে ।
কর্কট
আজ জলপথে ভ্রমণ করবেন না, বিপদ হতে পারে । শত্রুর জন্য ব্যবসার ক্ষতি । বাড়তি কোনও আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে । শিল্পীদের জন্য ভাল সময় ।
সিংহ
প্রেমের ব্যাপারে মনে অবসাদ বাড়তে পারে । ব্যবসার দিকে লাভ বৃদ্ধি । বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে , পড়ে থাকা কাজ সেরে ফেলুন । পেটের কোনও সমস্যা হতে পারে ।
কন্যা
আজ সারাদিন আনন্দর ভিতর দিয়ে কাটতে পারে । বাড়িতে একটা মনের মত পরিবেশ পেতে পারেন, ব্যবসার দিকে খুব ভাল সুযোগ । আজ কোনও কঠিন সমস্যার সমাধান হতে পারে ।
তুলা
গুরুদেবের সঙ্গে থাকার জন্য মনে শান্তি । নতুন কোনও কাজে ঝোঁক বৃদ্ধি । কোনও হাতের কাজের জন্য আপনার সুনাম বাড়তে পারে । ব্যবসা ক্ষেত্রে চিন্তা থেকে মুক্তি ।
বৃশ্চিক
আপনি আজ লোকের কাছে খুব গুরুত্ব পাবেন, কোনও শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে । কোনও প্রিয়জনের খবর না পেয়ে মন খারাপ । ব্যবসার দিকে কোনও উন্নতির যোগ ।
ধনু
আজকের দিনটি ভাল খারাপ মিশিয়ে যাবে । বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে । মানসিক কষ্ট থাকবে আজ, জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি । বাড়তি কোনও কাজের চাপ ।
মকর
আজ কোনও জটিল ব্যধি থেকে মুক্তি । নানা অশান্তির ভিতর দিয়ে দিনটি কাটবে, ধর্ম ব্যাপারে অর্থ সাহায্য । সম্পত্তি নিয়ে আইনের সাহায্য নিতে হতে পারে । শিল্পীদের জন্য খুব ভাল সময় ।
কুম্ভ
ব্যবসার দিকে মন্দা হতে পারে । বিবাহ ব্যাপারে অশান্তি । বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা করতে পারেন। বিকেলের দিকে শুভ পরিবর্তন হতে পারে । বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন ।
মীন
বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন । প্রেমে অশান্তি বিচ্ছেদ আনতে পারে । চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে । ব্যবসার দিকে কোনও নতুন সুযোগ আসতে পারে । জ্যোতিষ শ্রী জয়দেব