মেষ


নতুন কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন বা এক কথায় কর্ম পরিবর্তনের যোগ আছে। কারও কাছ থেকে উপকার না নেওয়াই ভাল, ক্ষতির সম্ভাবনা রয়েছে। বেশি কথা না বলা ভাল, সম্মানহানি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। সংযত ভাবে কথা বলাই শ্রেয়। বাবার আচরণে মনে কষ্ট পেতে পারেন। সন্তানদের দিকে খেয়াল রাখুন, চিন্তা বাড়তে পারে।

বৃষ


কর্মক্ষেত্রে যে কোনও কারণে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যাঁরা সঙ্গীতের সঙ্গে যুক্ত তাঁরা অধিক সাফল্য লাভ করবেন। শরীর নিয়ে একটু ভোগান্তি থাকবে। নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত না হওয়াই ভাল। ব্যবসা বা কর্মক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে পা বাড়ানোই ভাল হবে। অর্থনাশের সম্ভাবনা রয়েছে। সারা দিন দেহে কিছু না কিছু সমস্যা লেগে থাকবে। বিদ্যার্থীদের উচ্চবিদ্যার যোগ দেখা যাচ্ছে।

মিথুন


নিজের কোনও গুণের দ্বারা আত্মীয়স্বজনের মন জয় । আজ সারা দিন অতিরিক্ত সতর্ক হয়ে চলাফেরা করুন, রক্তপাতের যোগ আছে । বন্ধুর সান্নিধ্যে থাকুন, উপকার পাওয়ার আশা আছে। আজ ব্যবসায় নতুন লগ্নি না করাই ভাল। গোপন শত্রু আপনার ক্ষতি করতে পারে । সম্পত্তি কেনাবেচার দিকে দিনটি শুভ । উচ্চবিদ্যা লাভ । মা বাবার শরীর নিয়ে চিন্তা। রাস্তাঘাটে ধীরে চলাফেরা করুন। 

কর্কট


ব্যবসায় বাড়তি টাকা লাগাতে পারেন, শ্রীবৃদ্ধির যোগ আছে। বিশেষ কোনও কাজের সুবাদে বিদেশ ভ্রমণ হতে পারে। স্বাস্থ্য ভালমন্দ মিশিয়ে কাটবে । রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। ভাইবোনদের কাছ থেকে আজ সুনাম পেতে পারেন। কর্মে বা ব্যবসায় যতই মনোযোগ দিন, নৈরাশ্য জুটবে। প্রেমিকপ্রেমিকাদের জন্য দিনটি বিশেষ শুভ। হস্তশিল্প শুভপ্রদ।

সিংহ


কর্মক্ষেত্রে বিবাদের সৃষ্টি হতে পারে, বুঝে চলুন । কোথাও ভ্রমণের কথা না ভাবাই শ্রেয়, যাত্রা অশুভ। একটু সংযত হোন, না হলে  পারিবারিক অশান্তি হতে পারে। ছেলেমেয়েদের কাজে মনে আনন্দ। কর্মের জায়গায় সহকর্মীদের ব্যবহারে মনে সুখ। সোনা বা রুপোজাতীয় কোনও দ্রব্য লাভের সম্ভাবনা আছে। ভুল পদক্ষেপ নেওয়ার ফলে অর্থনাশের আশঙ্কা। সাধু সঙ্গে মনে শান্তির উদয়।

কন্যা


গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের মধ্যে সেটা মিটিয়ে ফেলুন । কর্মচারীর ভরসায় সব কাজ ছাড়বেন না। চিন্তাভাবনা করে টাকা খরচ করুন, ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা। বিচক্ষণ বুদ্ধির দ্বারা সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। ঠান্ডা লাগার দরুণ শারীরিক কষ্ট পেতে পারেন। আজ দাম্পত্য জীবন সুখকর হবে। বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলুন, বন্ধুরা আপনাকে বিপদে ফেলতে পারে।

তুলা


মহিলাদের কর্মের জন্য সময়টা খুব ভাল। শিক্ষা ক্ষেত্রে নানা সুযোগ সুবিধা হাতে আসতে পারে । আর্থিক সঞ্চয় খুব একটা না হলেও ব্যয়ও বেশি হবে না। নতুন বিবাহিত জীবন সুখের। আজ ঠাকুরদেবতার কাজে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। কোনও বিশেষ বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে। পেশাদারদের জন্য সময়টা খুব উপযুক্ত। বাড়িতে জীবজন্তু কেনার যোগ আছে। 

বৃশ্চিক


সচেতন থাকা সত্ত্বেও আজ ক্ষতির আশঙ্কা আছে। সন্তানদের সঙ্গে বেশি মেলামেশা করলে ভাল হবে। নিজের বুদ্ধিতে কাজ করুন, অপরের বুদ্ধি না নেওয়াই শ্রেয়। ঠান্ডার ফলে নানা রোগের সৃষ্টি। এক বন্ধুর কারণে অপর বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হতে পারে । আইনজীবীদের জন্য সময়টা খুব একটা ভাল নয়। আজ বাড়ির দিক থেকে কোনও ব্যাপারে সমর্থন পাবেন না এবং অশান্তি হতে পারে।

ধনু


হঠাৎ করে অর্থ খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে। অনেক ব্যাপারে সন্তানের সাহায্য পাবেন। কারও উপকার নেবেন না। সন্তান বেপরোয়া হওয়ায় অধিক চিন্তা বৃদ্ধি। চাকরির জায়গায় নিজের বুদ্ধির জন্য সুনাম প্রাপ্তি। স্ত্রীর পরামর্শে ব্যবসায় উন্নতি। বাড়িতে চুরির জন্য অর্থ ক্ষতির আশঙ্কা। ঘরেবাইরে সব জায়গায় প্রতিকূল প্রভাব। যে কোনও মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন।

মকর


আজ কোনও ব্যক্তিকে নিয়ে মনে অহেতুক উত্তেজনা বাড়তে পারে। ব্যবসায় রোজের নিয়ম অনুযায়ী চলুন। স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগারাগি হতে পারে। পরিবারের সঙ্গে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। ধনসম্পত্তি নিয়ে একটু চিন্তা থাকলেও সঞ্চয় ভাল। সারা দিন পরিবারবর্গের সঙ্গে বেশ আনন্দে কাটবে। বিকল্প কাজের পরিকল্পনায় হতাশা। দূরে ভ্রমণের পরিকল্পনা থাকলে সেটা বাতিল করাই শ্রেয় হবে।

কুম্ভ


কর্মক্ষেত্রে খুব বুদ্ধি করে চলুন, বিভ্রাট আসতে পারে। বিমা জাতীয় কাজে বড় ধরনের প্রাপ্তি যোগ। স্ত্রীর সঙ্গে খারাপ আচরণে মনে বিষাদ। বাকপটুতায় মানুষের মন জয়। হঠাৎ কোনও কারণে আপনার মন চঞ্চল হয়ে উঠবে। বাস্তব ভাবনাচিন্তার ফলে কর্মের সুযোগ। আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখুন। দন্ত পীড়া বা শরীরে কোথাও কোনও অংশে খুব বেদনার সৃষ্টি হতে পারে। 

মীন


আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাট কাটবে। আজ অর্থ উপার্জনের জন্য ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি হবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা।