মেষ


আজ প্রেমের ব্যপারে কোনও বড় আঘাত আসতে পারে। কোনও মিথ্যা অপবাদ আজ কপালে জুটতে পারে। প্রেম ও প্রণয়ে আনন্দ লাভ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। আত্মীয় শোক আসতে পারে। ব্যবসায় মধ্যম। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার দিকে কোনও খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নীচু হতে হবে। 

বৃষ


কোনও ভাল কাজের জন্য অপেক্ষা মিটে যেতে পারে। সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ, ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কোনও বাজে কথা বলবার জন্য মনে অনুশোচনা। জ্যোতিষচর্চা থেকে মনে আনন্দ।  আজ কোনও স্থান থেকে অর্থ আসতে পারে। শরীরে কোনও কষ্ট বৃদ্ধি। স্ত্রীলোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাড়তি কোনও খরচের জন্য চাপ। 

মিথুন


আয়ের পথ খুব সহজ হতে পারে। কিন্তু চাপ খুব বাড়তে পারে। আজ সারাদিন কোনও খরচ বারবার হতে পারে। বাড়িতে সকলে মিলে ভ্রমণে আনন্দ বৃদ্ধি। বিবাহিত জীবনে সুখের দিন। আইনি কোনও কাজে উচ্চব্যক্তির সাহায্য। কোনও কারণে আজ সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব। বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে। সেবা জাতীয় কোনও কাজে মনের শান্তি। 

কর্কট


শরীরের কোনও অংশে একটু আঘাত লাগার সম্ভাবনা। আজ সংসারে কোনও অপর ব্যক্তি নিয়ে বিবাদ। ব্যবসার ব্যয় বাড়তে পারে। বাড়িতে কোনও নতুন অতিথি। কৃষিকাজে সাফল্য বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। পড়াশোনার দিকে কোনও অসুবিধে। ব্যবসায় আয় বৃদ্ধি। আজ ভ্রমণে না যাওয়া ভাল হবে, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। 

সিংহ


প্রতিবেশীর কারণে মনে ভয় আসতে পরে। শরীর ও মনের কোনও কষ্ট বাড়তে পারে। ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি। স্ত্রীর কারণে কোনও খরচ বাড়তে পারে। আজ একটু অভাব হতে পারে। স্বামী স্ত্রী বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে একটু পরিবর্তন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। 

কন্যা


মাথায় খুব বাজে চিন্তা আসতে পারে। ব্যবসার দিকে মহাজনের সঙ্গে বিবাদ। অার্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট। গঠনমূলক কোনও কাজে উন্নতি। বাড়িতে কারও থেকে দুঃখ আসতে পারে। আজ বন্ধুর জন্য কষ্ট বাড়তে পারে। ভাল কাজে সাফল্য লাভ। ব্যবসায় উন্নতি বৃদ্ধি। 

তুলা


খাবারের ব্যাপারে বাড়িতে কোনও বিবাদ বাধতে পারে। ব্যবসার দিকে সমস্যা বৃদ্ধি। চোখের রোগ বাড়তে পারে। মনে আনন্দ। মায়ের দিক দিয়ে কোনও কষ্ট বাড়তে পারে। বাড়তি কাজের চাপ পড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। মানসিক উত্তেজনা বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও চাপ ও খরচ বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের কোনও লোকের জন্য আজ খরচ বৃদ্ধি । ডাক্তারের খরচ বৃদ্ধি।

বৃশ্চিক


কোনও পড়ে থাকা কাজ আজ খুব মনের জোর নিয়ে চেষ্টা করুন। আজ অপমান কপালে জুটতে পারে। ভাল যোগাযোগ আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। ব্যবসার দিকে মন্দা আসতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি। আপনার সমালোচনা হতে পারে। কিছু পাওনা হতে পারে। আয় বৃদ্ধি ও সঞ্চয় বৃদ্ধি। কর্মস্থানে উচ্চব্যক্তির সঙ্গে তর্ক। ভ্রমণের জন্য দিনটি ভাল হবে না। 

ধনু


বাড়িতে কোনও কাজের জন্য আজ অবাক হতে পারেন। বাড়তি কিছু খরচের জন্য চিন্তা। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। পিতামাতার জন্য মনে দুঃখ আসতে পারে। মধুর কথাবার্তা বলার জন্য বিপদ থেকে উদ্ধার। শত্রুর ব্যাপারে চাপ। পড়াশোনার সুযোগ বৃদ্ধি। কাজের দিকে উন্নতির চেষ্টা। ভাই ভাই কোনও বিবাদ বাড়তে পারে। সন্তানের কোনও ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি। পিতার শরীর নিয়ে চিন্তা।

মকর


আজ কেউ উপদেশ দিলে সেটা শুনুন। শেয়ার বাজারে একটু চিন্তা বাড়তে পারে। পেটের কোনও কষ্ট বাড়তে পারে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। মানসিক দিকে অস্থির ভাব থাকবে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির সুযোগ, বাড়তি কোনও ব্যবসার জন্য আলোচনা। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে। কাজের দিকে কোনও ভাল সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে চিন্তা। 

কুম্ভ


বেকারদের জন্য কাজের সম্ভাবনা। মাথার যন্ত্রণা বৃদ্ধি। কাজের ব্যাপারে কোনও প্রকার ব্যকুলতা বাড়তে পারে। ব্যবসার জন্য কোনও শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতির লোকেদের জন্য ভাল খবর আসার সম্ভাবনা। দাঁতের রোগ হওয়ার সম্ভাবনা। কারওর কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাড়তি কোনও ব্যবসার জন্য অর্থ আসতে পারে। স্ত্রীর ব্যাপারে কোনও চাপ। পিতার সঙ্গে তর্ক। 

 

মীন


অপরের উপকার করতে আজ খুব ভাল লাগবে। বাড়তি কিছু আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। মানসিক কষ্ট বাড়তে পারে। ভাল কোনও জিনিস নষ্ট হতে পারে। আজ কোনও বন্ধুর থেকে ক্ষতি হতে পারে। ব্যবসায় চাপ আসতে পারে। আজ আপনার কোনও ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসার দিকে ভাল ও নতুন কোনও কাজের সূচনা। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে বিবাদ।