মেষ


নীতি নিয়ে কোনও বিবাদ আসতে পারে। আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে। অর্শ জাতীয় কোনও রোগ বাড়তে পারে। মাথায় আঘাত লাগার সম্ভাবনা। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসা ভাল। সকাল থেকে শরীর ঠিক ভাল যাবে না। বাড়িতে ভোগবিলাসের জন্য খরচ বাড়তে পারে। পিতামাতার সঙ্গে ছোট বিষয়ে অশান্তি। ব্যবসার দিকে ভাল সুযোগ আসতে পারে। ডাক্তারের জন্য একটু খরচ বাড়তে পারে।

বৃষ


পড়াশোনার ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে। শত্রুর ব্যাপারে একটু সাবধান থাকুন। বাজে সঙ্গের জন্য কোনও বিপদ আসতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি আসতে পারে । স্ত্রীর ব্যাপারে কোনও চাপ বৃদ্ধি।  ব্যবসা বা কাজের দিকে নতুন আলো দেখতে পাবেন। তবে বাড়িতে কোনও অশান্তি আজ অনেক দূর যেতে পারে। বন্ধুর থেকে কোনও উপকার পেতে পারেন। ব্যবসার দিকে একটু মন্দা দেখতে পাবেন।

মিথুন


বিবাহ ব্যাপারে কোনও যোগাযোগ হতে পারে। নতুন প্রেমের ব্যাপারে একটু চাপ বাড়তে পারে। আপনার কোনও ব্যবহার আজ বাড়ির লোকের খারাপ লাগতে পারে। কাজের চাপ বাড়তে পারে। সাহিত্য চর্চা থেকে আনন্দ। ব্যবসার দিকে ভাল সুযোগ মিলতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। গান বাজনা নিয়ে যাঁরা থাকেন তাঁদের সময় ভাল। কোনও হানিকারক কিছু ঘটতে পারে। কান, নাক, গলা নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে।

কর্কট


প্রেমের দিকে কোনও নতুন অশান্তি আসতে পারে। আজ আপনার হাতে কিছু অপচয় হতে পারে। লেখকদের জন্য ভাল কিছু ঘটতে পারে। নিজের জন্য কোনও খরচ বৃদ্ধি। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা। আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। ভ্রমণের জন্য কোনও আলোচনা। ব্যবসার জন্য বাড়তি খরচ হতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ। মাথার কোনও যন্ত্রণা বাড়তে পারে।

সিংহ


আজ কোনও বন্ধুর জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। কোনও ভাল কাজ করে বদনাম আসতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। অর্থক্ষয় হতে পারে। শরীরের দিকে কোনও অসুবিধা হতে পারে। নতুন কোনও কাজের জন্য চেষ্টা বৃদ্ধি। প্রেমের ব্যাপারে একাকিত্ব আসতে পারে। তবে বাড়িতে কোনও কিছুর জন্য আনন্দ বাড়তে পারে। পেটের কোনও কষ্ট বৃদ্ধি। প্রেমের দিকে কোনও অশান্তির জন্য সাবধান থাকুন।

কন্যা


পূজাপাঠের জন্য কোনও খরচ বাড়তে পারে। আজ একটু বুঝে বন্ধুর সঙ্গে চলুন, বিবাদ হতে পারে। কোনও কাজের দ্বারা আজ মহান হতে পারবেন। সাধু সেবার জন্য মনে আনন্দ বৃদ্ধি। ভাই বোনে কোনও সমস্যা বাড়তে পারে। সংসারে  কোনও কারণে বিবাদ হতে পারে। ব্যবসার দিকে কোনও ভাল সুযোগ আসতে পারে। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। পিতার শরীরের ব্যাপারে কোনও চিন্তা। বিদেশে বন্ধুর খবর আসতে পারে।

তুলা


বাড়িতে কোনও বাজে খবর আসার জন্য চিন্তা বৃদ্ধি। চাকরির স্থানে কোনও কারণে সম্মানহানি হতে পারে। মনের মতো কোনও লোকের সঙ্গে দিন কাটাতে পারবেন। শরীর সুস্থ হওয়ায় আনন্দ। আইনি কোনও কাজের জন্য খরচ।  মহিলাদের ব্যাপারে কোনও বিবাদ। বাজে খরচ হতে পারে। সংসারে কোনও অতিথি আসতে পারে। নতুন কোনও প্রস্তাব আসার সম্ভাবনা। প্রেমের ব্যাপারে ভাল সুযোগ। চোখের কোনও সমস্যা বাড়তে পারে।

বৃশ্চিক


ভাই বোনে কোনও বিবাদ মিটে যেতে পারে। মনের কোনও আশা পূরণ হতে বাধা। অযথা কোনও কারণে অপমানিত হতে পারেন। ভাল বন্ধু আজ চিনতে পারবেন। পড়াশুনার জন্য কোনও চাপ বাড়তে পারে। পেটের কোনও চাপ আসতে পারে। প্রেমে বাধা আসতে পারে। কাজের দিকে কোনও অনীহা আসতে পারে। টাকা খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। বাড়তি কোনও খরচ থেকে সাবধান।

ধনু


অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। পড়াশোনায় সাফল্য আসতে পারে। অসৎ লোক থেকে সাবধান থাকুন। আর্থিক ব্যাপারে কোনও চাপ বৃদ্ধি। কোনও কাজের জন্য মনে কষ্ট বাড়তে পারে। মায়ের শরীরের জন্য খরচ। সন্তানের কোনও কাজের জন্য মনে শান্তি। পাওনা আদায় হতে পারে, তবে মানসিক দিক দিয়ে শান্তি পাবেন না। বাইরের কোনও লোকের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ। দুপুরের পরে ব্যবসায় চাপ বৃদ্ধি।

মকর


কোনও কাজের জন্য বাড়িতে অপমানিত হতে পারেন। প্রেমের ব্যাপারে আশা ভঙ্গ হতে পারে। গুরুজনের সঙ্গে ব্যবসায় আলোচনা। আয় ও ব্যয় ঠিক থাকবে না। সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে। সঙ্গীতের জন্য দিনটি ভাল। আজ বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। পূজাপাঠের জন্য খরচ। বন্ধুর ব্যাপারে চিন্তা বাড়তে পারে। দূরে কোনও ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। মাথার যন্ত্রণা বাড়তে পারে। পত্নী বিরহ আসতে পারে।

কুম্ভ


প্রেমের ব্যাপারে কোনও চিন্তা বাড়তে পারে। আজ কোনও অশান্তি থেকে দূরে থাকুন। প্রিয়জনের কাছ থেকে কোনও আঘাত। কোনও মহিলার সঙ্গে বিবাদ। পেটের কোনও কষ্ট বৃদ্ধি। ব্যবসা ভাল যেতে পারে। কিছু উপহার পেতে পারেন। বাইরের কোনও অচেনা লোকের জন্য বিপদ হতে পারে। অতিরিক্ত খরচ বাড়তে পারে। আইনি কোনও কাজের জন্য বিশেষ আলোচনা। বিবাহ ব্যাপারে কথাবার্তা বন্ধ রাখা দরকার।

মীন


সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। দূরে কোনও ভ্রমণে বাধা আসতে পারে। তবে ব্যবসা ভাল যাবে ও কিছু সঞ্চয় বাড়তে পারে। সন্তানের  জন্য কোনও চিন্তা। আজ সকাল থেকে কোনও বিবাদ জুটতে পারে। অপরের কোনও উপকার করতে গিয়ে নিজের ক্ষতি। সম্পত্তির ব্যাপারে কোনও চাপ আসতে পারে। বাড়তি কোনও সমস্যার থেকে সাবধান থাকুন। পেটের সমস্যার জন্য খাবারে অনীহা আসতে পারে।