দার্জিলিং: ৩০ অক্টোবর প্রকাশ্যে আসার কথা ঘোষণা করেছেন বিমল গুরুং। সূত্রের খবর, তার আগে নিজের অস্তিত্ব জানান দিতে বেশকিছু পরিকল্পনা নিয়েছে গুরুংপন্থীরা।


পুলিশ সূত্রে খবর, গরুবাথানের কাছে গোপন ডেরায় তারা বেশকিছু অস্ত্রশস্ত্র জমা করেছে। বিস্ফোরণের ছকও রয়েছে বলে অনুমান করছে পুলিশ। গতকাল ওই এলাকায় তল্লাশিও চালানো হয়।

অন্যদিকে, পাহাড়ে ক্রমশ আলগা হচ্ছে গুরুংয়ের রাশ। সূত্রের খবর, সিকিমের সিংটামের কাঞ্চন হোটেলে একটি বৈঠক করেন দীপেন থাপা সহ গুরুং ঘনিষ্ঠদের একাংশ। সেখানে বিমল গুরুংয়ের সঙ্গ ছাড়ার বিষয়ে আলোচনা হয়।