দার্জিলিং :   শৈলশহরে জমছে ভিড়। এদিকে কমছে ঠান্ডাও। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে । আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) সূত্রে খবর, আজ-কালও মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। এরই মধ্যে পাহাড়ের গায়ে ফুটেছে বসন্তের ফুল। কোভিড-মেঘ কাটিয়ে পর্যটন ব্যবসাও আস্তে আস্তে ছন্দে ফেরার চেষ্টা করছে। দার্জিলিং ম্যালে দেখা যাচ্ছে চেনা ভিড়। দার্জিলিং জেলার পার্বত্য ট্যুরিজমও এই বসন্তে তরতাজা। যদিও, মাঝে মাঝেই মেঘ-বৃষ্টির খেলা আছে। তবে রোদও উঠছে। দেখা দিচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা।  

দিন (Day) সর্বনিম্ন
তাপমাত্রা (Min)
সর্বোচ্চ
তাপমাত্রা
(Max)
সারাদিনের 
আবহাওয়া
২৫-Mar
১৩.0
২৪.0 মেঘলা আকাশ, বৃষ্টি


 

দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার ( Darjeeling Weather ) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই। 
আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista)লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।