বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় বাড়িতে নির্মম অত্যাচারের শিকার বৃদ্ধা। মুখে গরম খুন্তির ছ্যাঁকা বড় বউমার! ১০ কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে থানায় অভিযোগ দায়ের বৃদ্ধার। গ্রেফতার ২ পুত্রবধূ। পলাতক অভিযুক্ত বড় ছেলে।
কষ্ট করে দুই ছেলেকে পড়াশোনা শিখিয়েছিলেন। ভেবেছিলেন, মানুষের মতো মানুষ হবেন তাঁরা। কিন্তু, সেই ধারণা ভুল প্রমাণিত হল। বড় ছেলে ও দুই বউমার বিরুদ্ধেই উঠল বৃদ্ধাকে অকথ্য অতাচ্যারের অভিযোগ!
বছর দেড়েক আগে মৃত্যু হয় স্বামীর। তারপর থেকে দুই ছেলে ও বউমার কাছে থাকতেন বছর তেষট্টির সুভদ্রা হালদার। অভিযোগ, সম্পত্তির লোভে বৃদ্ধার ওপর প্রায়ই অত্যাচার চালাতেন বড় ছেলে, তাঁর স্ত্রী ও ছোট বউমা।
দু’বেলা দু’মুঠো অন্নও জুটত না! বৃদ্ধার অভিযোগে, ইতিমধ্যে তাঁর কাছ থেকে জমি ও বাড়ির দলিল হাতিয়ে নিয়েছে বড় ছেলে!
রবিবার সকালে অত্যাচার চরমে পৌঁছয়। অভিযোগ, শাশুড়ির সঙ্গে বচসা চলাকালীন তাঁর মুখে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে দেন বড় বউমা!
ষাটোর্ধ্ব বৃদ্ধাকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ!এই পরিস্থিতিতে অত্যাচারের হাত থেকে বাঁচতে....চাতরা সুভাষপল্লির বাড়ি থেকে পায়ে হেঁটে, ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাদুড়িয়া থানায় পৌঁছন বৃদ্ধা!
সম্পত্তি হাতানোর অভিযোগ অস্বীকার করলেও, গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বৃদ্ধার বড় বউমা।
অভিযুক্ত দুই পুত্রবধূকে গ্রেফতার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। পলাতক অভিযুক্ত বড় ছেলে সুকান্ত হালদার।
শাশুড়িকে গরম খুন্তির ছ্যাঁকা, নির্মম অত্যাচার, গ্রেফতার অভিযুক্ত পুত্রবধূ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Aug 2017 07:21 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -