মেদিনীপুর:  ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও জরুরি বিভাগে মৃত গৃহবধূর দেহ পড়ে থাকার অভিযোগ। কাঠগড়ায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল। দেহে পচন ধরায় ছড়াচ্ছে গন্ধ। শুরু হয়েছে মাছি-মশার উপদ্রব। তার মধ্যেই জরুরি বিভাগে চলছে অন্য রোগীদের চিকিত্সা।

সূত্রের খবর, গতকাল রানিহাটির বাসিন্দা অনুপমা দাস সিনহা নামে ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। আত্মীয়রা তাঁকে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। এর পর থেকেই দেহ জরুরি বিভাগের বেডে পড়ে রয়েছে বলে অভিযোগ। এই নিয়ে মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের।