মেদিনীপুর: ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও জরুরি বিভাগে মৃত গৃহবধূর দেহ পড়ে থাকার অভিযোগ। কাঠগড়ায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল। দেহে পচন ধরায় ছড়াচ্ছে গন্ধ। শুরু হয়েছে মাছি-মশার উপদ্রব। তার মধ্যেই জরুরি বিভাগে চলছে অন্য রোগীদের চিকিত্সা।
সূত্রের খবর, গতকাল রানিহাটির বাসিন্দা অনুপমা দাস সিনহা নামে ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। আত্মীয়রা তাঁকে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। এর পর থেকেই দেহ জরুরি বিভাগের বেডে পড়ে রয়েছে বলে অভিযোগ। এই নিয়ে মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের।
১০ ঘণ্টা পরও পাঁশকুড়ার হাসপাতালে পড়ে রইল দেহ, পচনের জেরে দুর্গন্ধ, বিক্ষোভ রোগীর বাড়ির লোকেরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Oct 2017 01:05 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -