জলপাইগুড়ি: বিয়েতে সম্মত না হওয়ায় একাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে পুড়িয়ে খুনের চেষ্টা করল তার বাবারই এক বন্ধু। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মোহিতনগরে। বন্ধুর বাড়ির উঠোন থেকে অগ্নিদগ্ধ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
মেয়েটির পরিবারের অভিযোগ, ১৭ সেপ্টেম্বর প্রদীপ বিশ্বাস নামে ওই ব্যক্তি ছাত্রীটিকে অপহরণ করে। পরদিন এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। বুধবার প্রদীপের বাড়ির উঠোনে অগ্নিদগ্ধ অবস্থায় ওই ছাত্রী পড়ে রয়েছে বলে আত্মীয়রা খবর পান।
পরিবারের অভিযোগ, বিয়েতে রাজি না হওয়ায় গত এপ্রিলেও ছাত্রীটিকে অপহরণ করে ওই ব্যক্তি। এ জন্য জেলেও যায় সে। ছাত্রীকে খুনের চেষ্টার অভিযোগে ফের প্রদীপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও ফেরার ৪ অভিযুক্ত।
রাজি নয় বিয়েতে, স্কুল ছাত্রীর গায়ে আগুন দিল বাবার বন্ধু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Oct 2017 09:18 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -