পুরুলিয়া: মূক ও বধির হওয়ায় শিশুকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। পুরুলিয়ার আদ্রা থানা এলাকার ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ওর বয়স ছিল মাত্র ৪। আর এই ৪ বছর বয়সেই থেমে গেল জীবন। যাঁর জন্য পৃথিবীর আলো দেখা, সেই বাবার বিরুদ্ধে নিজের সন্তানকে খুনের অভিযোগ!!!
নিষ্পাপ শিশুকে মাটিতে আছড়ে হত্যা করা হয়েছে। কিন্তু কেন এই নির্মম পরিণতি? মায়ের দাবি, মূক ও বধির হওয়ায় নিজের সন্তানকে খুন করেছে বাবা!
ভয়বাহ এই ঘটনার সাক্ষী, পুরুলিয়ার আদ্রা থানা এলাকার বহর গ্রাম।
জন্মের পর থেকেই কথা বলতে পারত না শিশুটি। মায়ের অভিযোগ, কখনও সিগারেটের ছ্যাঁকা, কখনও গায়ে গরম চা। প্রায়ই সন্তানের ওপর অত্যাচার চালাতেন স্বামী রহিম শেখ!
বৃহস্পতিবার সকালে চরমে ওঠে পরিস্থিতি। মায়ের অভিযোগ মত্ত অবস্থায় নিজের সন্তানকে মাটিতে আছড়ে মারেন রহিম। অত্যাচার সইতে পারেনি ছোট্ট শরীর। মা নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু, শেষ রক্ষা হয়নি।
অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে আদ্রা থানার পুলিশ।
সন্ত টেরিজা বলেছিলেন, শিশু হল ঈশ্বরের সৌন্দর্য...পরিবারের কাছে সর্বশ্রেষ্ঠ উপহার।
কিন্তু, এই সৌভাগ্য হয়নি পুরুলিয়ার আদ্রার ৪ বছরের শিশুটির। অকালে ঝরে গেল জীবন। ঠিক যেমন পুরুলিয়ারই নদিয়ারায় নির্মম অত্যাচারের শিকার....সূচবিদ্ধ শিশুকে বাঁচানো যায়নি।
মূক ও বধির শিশুকে আছড়ে খুন করল বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jul 2017 04:42 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -