হাওড়া: দেশজুড়ে ডেবিট কার্ড জালিয়াতি নিয়ে তথ্য তলব করেছে কেন্দ্র। দ্রুত ও কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। এরই মধ্যে ফের ডেবিট কার্ড জালিয়াতি! এবার প্রতারণার শিকার হাওড়ার উলুবেড়িয়া আদালতের ক্লার্ক।
মুম্বই, দিল্লি ও গুঁড়গাওয়ের এটিএম কাউন্টার থেকে টাকা তুলে ফাঁকা করে দেওয়া হয়েছে রাজু দত্তের সেভিংস অ্যাকাউন্ট। উলুবেড়িয়ার বাণীতবলায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় সেভিংস অ্যাকাউন্ট রয়েছে রাজুর। তাঁর অভিযোগ, ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে ৭২ হাজার ৩৫০ টাকা তুলে নেওয়া হয়েছে। রাজুর দাবি, তাঁর মোবাইল ফোন খারাপ হয়ে যাওয়ায় ব্যাঙ্কের কোনও এসএমএস তিনি পাননি।
বৃহস্পতিবারই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে দেখানো হয়েছিল, কীভাবে ডেবিট কার্ড জালিয়াতি করে চিনে বসে, কলকাতার আইনজীবীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া হয়েছে। শুক্রবার, তাই নিজের অ্যাকাউন্ট চেক করতে এটিএম কাউন্টারে গিয়েছিলেন রাজু দত্ত। মিনি স্টেটমেন্ট বের করতেই বুঝতে পারেন, তিনিও একইভাবে প্রতারণার শিকার। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া গ্রামীণ পুলিশ। সাইবার সেলের সাহায্য নেওয়ার কথা ভাবছেন তদন্তকারীরা।
শুধু কলকাতা বা উলুবেড়িয়া নয়, দেশজুড়ে সামনে আসছে একের পর এক ডেবিট কার্জ জালিয়াতির খবর। ইতিমধ্যে দেশের বিভিন্ন ব্যাঙ্কের বত্রিশ লক্ষ ডেবিট কার্ডের নিরাপত্তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এই নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। সতর্ক ব্যাঙ্কগুলিও। এইচডিএফসি-র পর নিজের গ্রাহকদের নিজস্ব এটিএম ব্যবহারের পরামর্শ দিয়েছে এসবিআই-ও।
ফের ডেবিট জালিয়াতি, শিকার উলুবেড়িয়া আদালতের ক্লার্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Oct 2016 10:17 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -